লক ডাউনের পূর্বে মিষ্টি ফ্রি, ভিড় বাড়ল রায়গঞ্জে মিষ্টির দোকানে

0
121

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

একটি কিনলে আরেকটি ফ্রী। লকডাউনের ঠিক আগের মুহূর্তে এমনই অফার নিয়ে হাজির রায়গঞ্জের এক মিষ্টি ব্যবসায়ী। নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় আজ থেকে লকডাউন রাজ্যজুড়ে। তার আগে মিষ্টির স্টক শেষ করতেই মূলত এই উদ্যোগ মিষ্টি ব্যবসায়ীর।

sweets offer | newsfront.co
ফ্রির লোভে ভিড় দোকানে। নিজস্ব চিত্র

এদিকে এই অফারের কথা জানতে পেরেই মিষ্টি প্রেমী বাঙালি ভিড় জমিয়েছেন দোকানে। ক্রেতাদের বক্তব্য, লকডাউনের কারণে আগামী কয়েকদিন বাড়ির বাইরে বেরোনোতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই কারণে সকাল থেকে প্রয়োজনীয় সমস্ত খাবার, ওষুধ মজুত করা শুরু করেছি।

আরও পড়ুনঃ সরকারি নির্দেশিকা অমান্য করে নিত্যদ্রব্য কেনার হিড়িক, লক ডাউনের পূর্বে ভিড় বাজারে

এরই মাঝে মিষ্টির দোকানে এমন অফার চলছে শুনতে পাই। কেমন অফার চলছে? এই প্রশ্নের উত্তরে ক্রেতারা জানাচ্ছেন, একটি মিষ্টির সাথে ফ্রি মিলছে আরও একটি মিষ্টি। ৫০০ টাকার মিষ্টি কিনলে মিলছে আরও ৫০০ টাকার মিষ্টি ফ্রিতে।

মিষ্টি ব্যবসায়ী পবন জৈন বলেন, আগামী কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণে মজুত মিষ্টি নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে খাবার যেন নষ্ট না হয় তাই এই অফার দেওয়া হয়েছে। একটি মিষ্টির সাথে আরও একটি মিষ্টি ফ্রি দেওয়া হচ্ছে। অফারের কথা জানার পর মানুষ ব্যাপক পরিমাণে মিষ্টি কেনা শুরু করেছে। সব মিষ্টিই প্রায় শেষের মুখে।

মূলতঃ করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতার জন্য উত্তর দিনাজপুর জেলাকে সোমবার বিকাল ৫ টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। অত্যাবশকীয় পন্য সামগ্রীর বিক্রয় কেন্দ্র ও ছাড়া অন্যান্য সব কিছুই বন্ধ রাখতে জনগণকে অনুরোধ করা হচ্ছে। সবাইকে বাড়িতে থাকতে বলা হচ্ছে। নিতান্ত প্রয়োজন ছারা কেউ যেন বাইরে না যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here