নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গ্রেটার নয়ডায় এক রেস্তোরাঁর মালিক গুলিবিদ্ধ হয়ে মৃত। ঘটনায় অভিযুক্ত ৩ জনকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অর্ডার দেওয়া খাবার ডেলিভারি দিতে দেরি হওয়ায় বাদানুবাদ এবং তারপরেই গুলি চালায় অভিযুক্ত। অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’-র এক ডেলিভারি এজেন্টও রয়েছে সন্দেহের তালিকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেস্তোরাঁর সামনে তিনজন মদ্যপ যুবক বাইকে বসে ছিল। ইতিমধ্যে সুইগির এক ডেলিভারি এজেন্ট খাবার নিতে পৌঁছয়। অর্ডারটি ডেলিভারি করতে দেরি হওয়ায় হোটেল মালিকের সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। ওই তিন যুবক নিজে থেকেই এই তর্কাতর্কির মধ্যে ঢুকে পড়ে ও অতর্কিতে বন্দুক বার করে গুলি চালিয়ে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে হোটেল মালিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর তিন বাইক আরোহী সেখান থেকে পালিয়ে যায়। তবে সিসিটিভি ফুটেজ থেকে তাদের সন্ধান চালায় পুলিশ। এদিন সকালে একজনকে রেস্তোরাঁর সামনে একটি রাস্তায় দেখা যায়। সেখান থেকে তাকে তাড়া করে পুলিশ। তিন অভিযুক্তই ধরা পড়েছে পুলিশের হাতে।
আরও পড়ুনঃ গোরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত ও গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোকঃ এলাহাবাদ হাইকোর্ট
ঘটনায় সুইগির ডেলিভারি এজেন্ট জড়িত কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ তবে প্রাথমিক তদন্তে তিন বাইক আরোহীর ওপরেই পুলিশের সন্দেহ রয়েছে। অন্যদিকে সুইগি-র তরফে জানানো হয়েছে তাদের সমস্ত ডেলিভারি এজেন্টের ক্ষেত্রেই কোন অপরাধমুলক অতীত রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ নিয়ে তবে তাদের নিয়োগ করা হয়, তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584