মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
মহিলাদের ঋতুকালীন ছুটি ঘোষণা করল ফুড ডেলিভারি জায়ান্ট সুইগি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিমাসে ঋতুস্রাব চলাকালীন দু’দিন ছুটি পাবেন মহিলা কর্মচারীরা।
সংস্থার এই নতুন নির্দেশ প্রসঙ্গে সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ জানিয়েছেন, “ঋতুস্রাব চলাকালীন পথেঘাটে মেয়েদের নানারকম অস্বাচ্ছন্দ্যকর পরিস্থিতিতে পড়তে হয়। সেইকারণে অনেক মহিলাই ডেলিভারির কাজ করতে চান না। কিন্তু আমরা ঋতুকালীন সময়ে মেয়েদের পাশে দাঁড়িয়ে এই কাজের প্রতি তাঁদের আগ্রহ আরও বাড়াতে চাই। তাই সংস্থার পক্ষ থেকে প্রতিমাসে ঋতুস্রাব চলাকালীন মহিলা কর্মীদের দু’দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এর জন্য কাটা যাবে না তাঁদের বেতন। আমাদের সমস্ত নিয়মিত মহিলা ডেলিভারি পার্টনাররাই সবেতন এই ছুটি পাবেন।”
আরও পড়ুনঃ ভারতে বৈদ্যুতিক গাড়ি আনার চেষ্টা, কর হ্রাসের আর্জি নিয়ে মোদীর দরবারে টেসলা
সুইগি তাদের মহিলা কর্মীদের জন্য আরও একটি পদক্ষেপ নিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, খাবার ডেলিভারির জন্য সমস্ত মহিলা কর্মীদেরই যানের ব্যবস্থা করবে সংস্থা। অর্থাৎ, সাইকেল হোক বা বাইক, সঠিক সময়ে খাবার ডেলিভারির জন্য প্রয়োজনমতো সমস্ত ধরনের যানই মহিলাকর্মীদের দেবে সংস্থা। আগে সুইগির মহিলা কর্মীদের কাজের সময়সীমা ছিল সন্ধে ৬ টা পর্যন্ত। এখন আর সেই বাঁধাধরা সময়সীমা নেই। ডিনার পর্বেও খাবার ডেলিভারির জন্য পাঠানো হয় মহিলা ডেলিভারি পার্টনারদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584