নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এবার থেকে সুইগি, জোম্যাটোতে খাবার অর্ডার দিলে গুনতে হতে পারে অতিরিক্ত টাকা। নতুন বছরের প্রথম দিন থেকেই এই নিয়ম লাগু হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে খাবার সরবরাহকারী অ্যাপ অর্থাৎ সুইগি, জোম্যাটোর উপর ৫ শতাংশ পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি দিতে হবে। স্বভাবতই অনলাইনে খাবারের খরচ আরও বাড়তে চলেছে।
সরকার যে নির্দেশ দিয়েছে, তাতে এতদিন যে খরচ রেস্তরাঁকে দিতে হত, তা দিতে হবে সুইগি বা জোম্যাটোকে। সে অনুযায়ী গ্রাহকের খরচ বেড়ে যাওয়ার কথা নয়, তবে যদি এই পরিবর্তনের জন্য সুইগি বা জোম্যাটো আলাদা করে নতুন খরচ ধার্য করে, তাহলে খরচ বাড়বে। বছর শেষের আগেই জিএসটি কাউন্সিলের সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন, গ্রাহকদের কাছ থেকে ৫ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ করবে অনলাইন অ্যাপ্লিকেশনগুলি। যা কার্যকর হয়েছে ১ জানুয়ারি থেকেই। যদিও অর্থমন্ত্রক তরফে জানানো হয়েছে, এই করের ফলে গ্রাহকদের অতিরিক্ত খরচ দিতে হবে না। এমন অনেক রেস্তরাঁ আছে যারা এখনও জিএসটি-র অন্তর্ভুক্ত নয়। রেস্তরাঁগুলির কর ফাঁকি রুখতেই এই সিদ্ধান্ত। জোম্যাটো, সুইগির মতো অনলাইন ডেলিভারি অ্যাপগুলিকে রেস্তোরাঁর বদলে কর সংগ্রহ করে তা সরকারকে দেবে।
আরও পড়ুনঃ এখন থেকে ভোটার কার্ড করতে লাগবে আধার নম্বর! এমন বিলে সই করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
পাশাপাশি ওলা, উবের অ্যাপ সংস্থার দুই এবং তিন চাকার গাড়ি পরিষেবার ক্ষেত্রেও একই পরিমাণ জিএসটি বসানো হয়েছে। ফলে অনলাইনে বাইক বা অটো বুক করার ক্ষেত্রেও গুনতে হবে অতিরিক্ত টাকা।
আরও পড়ুনঃ বছরের প্রথম দিনেই গৃহবন্দী ছিলেন তিন প্রাক্তন কাশ্মিরী মুখ্যমন্ত্রী
অর্থাৎ কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, সুইগি, জোম্যাটো, ওলা, উবের-এর মত অনলাইন অ্যাপ নির্ভর পরিষেবার উপর ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে এবং তা সরকারের কোষাগারে জমা পড়বে। এছাড়া ফুটওয়্যারে ১২ শতাংশ জিএসটি। অর্থাৎ ক্রেতা যে দামেরই জুতো কিনবেন তার ওপর ১২ শতাংশ জিএসটি ধার্য হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584