অবশেষে ভিয়েতনামে সঙ্গী পেল বিপন্ন প্রজাতির চিনের পুরুষ কচ্ছপ

0
87

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সঙ্গী পেল এক পুরুষ কচ্ছপ। বর্তমানে নরম খোলের দৈত্যাকৃতি কচ্ছপের সুইনহো প্রজাতি প্রায় বিপন্নের পথে। এত দিন এই প্রজাতির একমাত্র পুরুষ কচ্ছপের উপস্থিতি দেখা মিলত পৃথিবীতে। এবার ওই প্রজাতির একটি স্ত্রী কচ্ছপের সন্ধান পাওয়া গেছে ভিয়েতনামে।

Swinhoe Female Turtle | newsfront.co
সুইনহো প্রজাতির মহিলা কচ্ছপ

ফলে ওই পুরুষ কচ্ছপের নিঃসঙ্গতার দিন শেষ হতে যাচ্ছে। গত শুক্রবার এ নিয়ে সংবাদ প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম গার্ডিয়ান। প্রকাশিত সেই খবরে বলা হয়েছে, গত অক্টোবরে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের সন তাই জেলার ডং মো হ্রদে ৮৬ কেজি ওজনের ওই স্ত্রী কচ্ছপটির সন্ধান পাওয়া যায়।

প্রথমে জিনগত পরীক্ষা করে দেখার জন্য প্রাণীটিকে ধরা হয়। পরে গবেষকরা নিশ্চিত হন যে, প্রাণীটি সুইনহোর নরম খোলের কচ্ছপের স্ত্রী প্রজাতি।

আরও পড়ুনঃ নতুন দশকের প্রথম দিনে পৃথিবীর আলো দেখল সাড়ে তিন লাখের বেশি নবজাতক

পৃথিবীতে দেখা যাওয়া নরম খোলের সুইনহো প্রজাতির একমাত্র পুরুষ কচ্ছপটির বসবাস চিনের সুজহু চিড়িয়াখানায়। এখন বিজ্ঞানীদের লক্ষ্য হচ্ছে তার সঙ্গে নতুন করে খোঁজ পাওয়া স্ত্রী কচ্ছপকে একসঙ্গে রেখে প্রজননের ব্যবস্থা করা। এতে বিলুপ্ত হতে বসা প্রজাতিটিকে রক্ষা করা যাবে। খাবার হিসেবে ব্যবহারের জন্য নির্বিচারে শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে এই প্রজাতির কচ্ছপ এখন বিলুপ্তির মুখে।

বিজ্ঞানীরা বলছেন, ওই প্রজাতির কচ্ছপের বৈজ্ঞানিক নাম রাফেটাস সুইনহো। এই প্রজাতি হুয়ান কিয়েম বা ইয়াংচি জায়ান্ট সফটশেল টার্টল নামেও পরিচিত। বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির কচ্ছপ এটি। ওই একই হ্রদে ১৩০ কেজি ওজনের আরেকটি কচ্ছপকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। প্রাণী সংরক্ষণবিদদের আশা, ওই প্রাণীও সুইনহো প্রজাতির আরেকটি স্ত্রী কচ্ছপ হতে পারে। তবে তার আগে কচ্ছপটিকে ধরে পরীক্ষা করে দেখতে হবে গবেষকদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here