মেদিনীপুরে কর্মবিরতি সাফাই কর্মীদের

0
23

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর পৌরসভার অন্তর্গত সাফাই কর্মীরা একগুচ্ছ দাবি নিয়ে সম্প্রতি আন্দোলন শুরু করেছে। করোনা পরিস্থিতিতে সাফাই কর্মী দের মাস্ক গ্লাভস সহ প্রয়োজনীয় নিরাপত্তা বিষয়ক সামগ্রী প্রদান করতে হবে। সেইসঙ্গে বেতন বৃদ্ধিও করতে হবে।মূলত এই ২ দাবি নিয়ে গত ৩ দিন ধরে আন্দোলনে নেমেছে সাফাই কর্মীরা।

peoples | newsfront.co
কর্মবিরতি আন্দোলন ৷ নিজস্ব চিত্র

মেদিনীপুর পৌর এলাকায় প্রায় এইরকম ৭০০ সাফাই কর্মী রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগটাই চুক্তিভিত্তিক। ৩ দিন ধরে দাবি নিয়ে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেছে তারা। এর ফলে পৌর এলাকাতে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ বন্ধ রয়েছে।মেদিনীপুর পৌরসভার কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে বর্তমানে মহকুমাশাসক দায়িত্বে রয়েছেন প্রশাসক হিসেবে।

আরও পড়ুনঃ সাংসদ তহবিলের টাকাও তছরুপ করেছে জেলা প্রশাসন, বুনিয়াদপুরে অভিযোগ সায়ন্তনের

প্রাথমিকভাবে আলোচনা করেও খুব একটা সমাধানের রাস্তা বের হয়নি। ফলে শহরে অপরিচ্ছন্নতার পরিবেশ অব্যাহত। সাফাই কর্মী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নেতা তপন মুখার্জি জানিয়েছেন, যতদিন না ২ দাবি পূরণ হচ্ছে, ততদিন এই রকম কর্মবিরতি আন্দোলন চলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here