তদন্তে দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড

0
76

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

ভারতীয় দলের উপর বর্ণ বিদ্বেষ কাণ্ডে ব্যাকফুটে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসির তদন্তে দোষী প্রমাণিত হলে নির্বাসিত হতে পারে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এই অবস্থায় দাঁড়িয়ে বর্ণ বিদ্বেষ কাণ্ডে কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সিডনি ক্রিকেট গ্রাউন্ড কর্তৃপক্ষ।

cricket match | newsfront.co

দুই ভারতীয় ক্রিকেটার সিরাজ ও বুমরাহকে যে খারাপ কথা গুলো বলা হয়েছে তার নিন্দাকরেছে সকলে। সিডনিতে তৃতীয় দিনের মত চতুর্থ দিনও স্লেজিং করলে পুলিশ ছয় জন দর্শককে মাঠ থেকে বের করে দেয়।
আপাতত সেই ছয় জনের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ নিক হকলি জানিয়েছেন, অভিযোগ প্রমাণ হলে সেই দর্শকদের কড়া শাস্তি দেওয়া হবে।

আরও পড়ুনঃ হনুমার ইনিংস সেঞ্চুরির সমানঃ অশ্বিন

ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কোনও দর্শকের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের অভিযোগ প্রমাণিত হলে, সেই দর্শকদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী কোনও দর্শকের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষের অভিযোগ প্রমাণিত হলে, সেই দর্শকদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্রিকেট মাঠে ঢুকতে দেওয়া হবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজিত আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না তারা। আপাতত অভিযুক্ত ছ’জন আছেন পুলিশের হেফাজতে। তবে আইসিসি ব্যবস্থা নিলে সিডনি মাঠকে সাসপেন্ডও করতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here