স্পোর্টস ডেস্ক:-
দুই বছরে একই খেলার একই ফরম্যাটের দুই বিশ্বকাপ, ভাবা যায়! হয়তো যায়। কিন্তু এবার আসলে তিন বছরে হয়ে যাবে ক্রিকেটের তিন বিশ্বকাপ! সম্প্রতি আইসিসি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্রিকেটের যে সূচি করেছে, তাতে এই সময়ে বিশ্বকাপ আছে মোট চারটি।
পূর্বানির্ধারিত সূচি অনুসারে ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিলো। এই কথা এখনো থাকছে। ২০২১ সালে ভারতে হওয়ার কথা ছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু এই আসর আর আয়োজন করতে চাইছে না ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আরো একটা আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তার মানে দাঁড়ালো ২০১৯, ২০২০ ও ২০২১; এই তিন বছরে ক্রিকেটের তিন বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। ২০১৯ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। পরে দুই বছর হবে টি-টোয়েন্টির বিশ্ব আসর।
এভাবে টানা তিন বছর তিন বিশ্বকাপের ঘটনা আগেও একবার ঘটেছে। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। একই আসরের পরের আসর অনুষ্ঠিত হয় ২০১০ সালে, ওয়েস্ট ইন্ডিজে। এক বছর পর, মানে ২০১১ সালে বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ।
২০০৯ ও ২০১০ সালে পরপর দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বলা হয়েছিলো, একই বছরে যাতে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে না হয়, সে জন্য পরপর দুই বছর দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে।
অথচ ২০০৭ সালে, একই বছরে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি আয়োজন করা হয়েছিলো। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ছিলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও। আইসিসি যে বিশ্ব আসরের তাল মেলাতে হিমশিম খাচ্ছে, এই সব ঘটনা তারই প্রমাণ।
২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে মোট চারটি বিশ্বকাপ! ২০১৯ ও ২০২৩ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২০ ও ২০২১ সালে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। এর বাইরে আগামী চার বছরের আইসিসির সূচিতে উল্লেখযোগ্য আসর হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আইসিসি বিশ্বকাপ বাছাই লিগ। ২০১৯ থেকে ২০২১ সালে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র, দ্বিতীয় চক্র হবে ২০২১ থেকে ২০২৩ সালে। আর বিশ্বকাপ বাছাই লিগ হবে ২০২০ থেকে ২০২২ সালে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584