ঘোষিত হয়ে গেল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও দিনক্ষণ

0
72

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

একটি বিশ্বকাপ শেষ হতে না হতেই আগামী বছর অনুষ্ঠিত আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষিত হয়ে গেল। আজ মঙ্গলবার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসি। এবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। খেলা চলবে প্রায় ১ মাস ব্যাপী । মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর ঐতিহাসিক মেলবোর্ন এর মাঠে।

T20 World Cup2022
ছবিঃ সংগৃহীত

আইসিসি তাঁদের অফিসিয়াল পেজে বিবৃতি দিয়ে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট এর ম্যাচ গুলো। নির্ধারিত ভেন্যুগুলো হলো- ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড এবং মেলবোর্ন। ঘোষিত সূচিতে সেমিফাইনালের দিনক্ষণ ও ভেন্যু হিসেবে ঘোষণা করা হয়েছে ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেড । ১৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে। ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল । যা ক্রিকেট বিশ্বে মাঠে দর্শক উপস্থিতির এক অনন্য রেকর্ড।

আরও পড়ুনঃ বিশ্বকাপ জয়ের পর জুতোয় মদ পান করে উদযাপন অজি ক্রিকেটারদের! ভাইরাল ভিডিও

আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মেয়েদের বিশ্বকাপের সাফল্য বিচার করে ২০২২ সালের বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ১২টি দেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। আগামী বছর ওমান এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। যাতে নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজসহ আরও ৪টি দেশ খেলবে বলে জানিয়েছে সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here