নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে বিআরবিএনএমপিএল ( ট্যাঁকশালের ) বাসিন্দাদের উদ্যোগে দুঃস্থ আদিবাসী পরিবার গুলিকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালে শালবনী ট্যাঁকশালের কর্মীবৃন্দ, টাউনশিপের বাসিন্দাদের আর্থিক সাহায্যে ও শালবনী পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং শালবনী স্বেচ্ছাসেবকবৃন্দের সহযোগিতায় শালবনী ব্লকের আদিবাসী গ্রাম বুলনপুর, মহারাজপুর, গোলোকচক, রাধানগরী এবং চকতারিনী, বড়াকুলি, নেংটিসোলের মোট ৪০০ টি দরিদ্র আদিবাসী পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷
আরও পড়ুনঃ প্রবীণ নাগরিকদের জন্য চালু ডোর স্টেপ সার্ভিস


শালবনী ব্লকের বিডিও- র নির্দেশ অনুযায়ী যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা পরিস্থিতির জন্য অসহায় পরিবার গুলিকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামীদিনেও শালবনী ব্লকের দরিদ্র পরিবারগুলির হাতে শালবনী ট্যাঁকশাল কর্মী সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584