ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
তালিবান গোষ্ঠী কাবুলের দখল নেওয়ার পর থেকে দ্রুত বদলাচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি। আফগানিস্তান ছেড়েছেন রাষ্ট্রপতি আশরাফ ঘানি।
মার্কিন দূতাবাস জানিয়েছে কাবুলের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে, এমনকি কাবুল বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি প্রসঙ্গেও চিন্তিত তারা। কোন ব্রিটিশ বিমান আপাতত ব্যবহার করছে না আফগানিস্তানের আকাশ সীমা। আফগানিস্তান সরকারের নেতা মন্ত্রীরা অনেকে ইতিমধ্যেই দিল্লী পৌঁছে গিয়েছেন।
ন্যাটো সূত্রে জানা গিয়েছে সেনার বিমান ছাড়া আর কোনো যাত্রীবাহী বা ব্যবসায়িক বিমান পরিষেবার অনুমতি দেওয়া হচ্ছে না কাবুল বন্দর থেকে। ফ্রান্স, ব্রিটেন, ইউরোপীয়ান ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, জার্মানি ও ইজিপ্টের কূটনৈতিক আধিকারিকদের আফগানিস্তান থেকে দ্রুত সরিয়ে নিয়ে আরব আমির শাহীর বিভিন্ন বন্দর থেকে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসেও ত্রিপুরায় ফের আক্রান্ত তৃনমূল, এবার শিকার দলের দুই মহিলা সাংসদ
রয়টার্স জানিয়েছে ব্রিটেন কোন পরিস্থিতিতেই তালিবানদের আফগানিস্তানের সরকার হিসেবে স্বীকার করবেনা বলে ঘোষণা করেছে। আফগানিস্তানের পরিস্থিতিতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। সোমবার নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে আফগানিস্তানের পরিস্থিতি বিষয়ে আলোচনা ও পদক্ষেপ সম্পর্কে।
আরও পড়ুনঃ রাণীনগরে তৃণমূল সভাপতি শাহ আলম সরকারের গাড়ির উপর দুষ্কৃতী হামলা
ন্যাটো জানিয়েছে, এমিরেটস-এর যে সমস্ত উড়ান কাবুল বিমানবন্দরে নামে সবকটি পথ পরিবর্তন করে দুবাই বিমানবন্দরে নামবে। বর্তমসন রাজনৈতিক পরিস্থিতিতে আফগানিস্তানে তাদের সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে ফ্লাই দুবাই। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ১২৯ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয় দিল্লিতে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, তালিবানদের দুই সিনিয়র কম্যান্ডার জানিয়েছেন রাষ্ট্রপতি আশরাফ গনি দেশ ছাড়ার পর আফগানিস্তানের রাষ্ট্রপতি ভবনও তাদের দখলে। যদিও আফগান সরকারের তরফে এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584