ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কান্দাহার- হেরাতে ভারতীয় দূতাবাসে হানা দিল তালিবানরা। দূতাবাসে তল্লাশি অভিযান চালায় তারা। জানা গিয়েছে তল্লাশির পরে দূতাবাসে থাকা গাড়ি ও বেশ কিছু নথিপত্র সঙ্গে নিয়ে গিয়েছে তারা।
উল্লেখ্য বিষয় হল হেরাত, এবং কান্দাহারে ভারতীয় দূতাবাসে তালা ঝুলিয়েছিল তালিবান। সেই সময় তারা জানায় যে নিরাপত্তার স্বার্থে এই তালা লাগানো হচ্ছে। পরে ভারতীয় কূটনীতিকরা এলে নাকি তাঁদের কাছে চাবি হস্তান্তর করবে তারা। এদিকে তালিবান নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানিকজাই গতকালই বেসরকারি ভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য ভারতের কাছে বার্তা দেন। তার মাঝেই তালিবানদের এহেন আচরণ।
গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে হেরাত এবং কান্দাহারে ভারতীয় দূতাবাসে এই তল্লাশি অভিযান চালায় তালিবানরা। দূতাবাসে থাকা গাড়ি ও বেশ কিছু নথি হস্তগত করেছে তারা। এখনো জানা যায়নি কাবুল ও জালালাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের ঠিক কি পরিস্থিতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584