নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দিদিকে বলো কর্মসূচি আয়োজিত হলো পশ্চিম মেদিনীপুরের দাঁতন -২ নং ব্লকের জেনকাপুরে। প্রসঙ্গত গত কয়েকদিন আগে রাজ্যের তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের যৌথ প্রচেষ্টায় তৃণমূলের যুব কর্মীদের দ্বারা দিদিকে বলো কর্মসূচির আয়োজন চলছে জেলার প্রতিটি ব্লকে তারই অঙ্গ হিসেবে উক্ত ব্লকে এই আয়োজন।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতন ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ খয়রুল বসার খান ওরফে বাবুল,বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, জেলা পরিষদের বর্তমান ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বিদ্যুৎ দফতরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শৈবাল গিরি,দাঁতন ২ ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি দূর্গেশ নন্দ সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মসূচি পালন ফাঁসিদেওয়ায়
এ দিন দিদিকে বলো কর্মসূচির অঙ্গ হিসাবে এলাকার অভাব অভিযোগ গুলি দিদিকে জানানোর জন্য সাধারন মানুষের হাতে একটি ফোন নম্বর সম্বলিত কার্ড তুলে দেওয়া হয়। এছাড়াও এ দিন এলাকাবাসীদের অভাব অভিযোগ শোনেন উপস্থিত নেতৃত্বেরা এবং আগামীদিনে এই অভিযোগগুলির সমাধান করবে বলে তারা জানান।
এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নে তারা সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।এদিন উক্ত ব্লকের যুব নেতা খয়রুল বসার খান ওরফে বাবুল মানুষের হাতে ফোন নম্বর সম্বলিত কার্ড তুলে দেন যা নেওয়ার জন্য এলাকাবাসীদের হুড়োহুড়ি পড়ে যায়।
তবে এ দিন যুব নেতা বাবুল বঞ্চিত করেন নি এবং সবার হাতে তা তুলে দেন।এছাড়াও সবার অভাব অভিযোগ শোনেন তার জন্য খুশি এলাকাবাসীরাও ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584