হারানো জমি ফিরে পেতে কুল্পিতে ‘দিদিকে বলো’ কর্মসূচি

0
58

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

talking to didi workshop in kulti | newsfront.co
নিজস্ব চিত্র

কুল্পি বিধানসভা কেন্দ্রে ২১-এর বিধানসভাকে সামনে দিদিকে বলো কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। এলাকার মানুষের অভাব অভিযোগ শুনতে সমস্যা সমাধানে এগিয়ে আসতে মাদার তৃণমূলের সাথে সাথে যুব তৃণমূলের পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।

তপন নাইয়া। নিজস্ব চিত্র

এদিন কুল্পি বিধানসভার অন্তর্গত দেরিয়া গ্রামে এই কর্মসূচিতে নেতৃতব দেন ব্লক তৃণমূল যুব সভাপতি তারকনাথ প্রামানিক।

নিজস্ব চিত্র

এই ব্লকে বিগত পঞ্চায়েত নির্বাচনে দায়িতবে ছিলেন কুল্পি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার সেই পর্বে পঞ্চায়েত তৃণমূল দখলে রাখতে পারলেও বিগত লোকসভা নির্বাচনে পদ্ম শিবির ভালো ফল করে। ব্লকের হারানো সেই জমি ফিরে পেতে এদিন তৃণমূলের দিদিকে বলো কর্মসূচি।

আরও পড়ুনঃ দাঁতনে দিদিকে বলো কর্মসূচির আয়োজন

নিজস্ব চিত্র

এদিন রাম কিশোরপুর পঞ্চায়েত এলাকায় ব্লক যুব তৃণমূল সভাপতি তারকনাথ প্রামানিক স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন নাইয়া-সহ নেতা কর্মীদের নিয়ে স্থানীয় মানুষদের সাথে কথা বলেন। মানুষ তাদের অভাব অভিযোগ জানান। অভিযোগ ওঠে তপন নাইয়ার বিরুদ্ধেও।

এদিন বৃষ্টি মাথায় করে এই কর্মসূচি করে সেখানেই রাত্রিবাস করেন তারকনাথ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here