মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক :
চিকিৎসা নিয়ে পড়ার জন্য আর নিট দিতে হবে না তামিলনাড়ুর পড়ুয়াদের। ডাক্তারির কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’ থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তামিলনাড়ু সরকার। সোমবার এ সংক্রান্ত একটি বিল পাশ করিয়েছে দক্ষিণের এই রাজ্যটি।
নয়া বিল অনুযায়ী, এবার থেকে দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতেই পড়ুয়ারা চিকিৎসা নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন। তামিলনাড়ুর এই সিদ্ধান্তে বিজেপি ছাড়া সবক’টি রাজনৈতিক দলই সমর্থন জানিয়েছে। এই বিল পাশ হলেও এখনও আইনে পরিণত হয়নি।
তামিলনাড়ুতে নতুন বিল কার্যকর হলে দ্বাদশ শ্রেণির নম্বর দেখে জেনারেল মেডিসিন, ডেনট্রিসট্রি, হোমিওপ্যাথিতে ভর্তি হওয়া যাবে। তার জন্য ছাত্র ছাত্রীদের আলাদা করে সর্বভারতীয় মেডিক্যাল জয়েন্ট অর্থাৎ নিট পরীক্ষায় বসার কোনও দরকার নেই। বাইরের রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্যও থাকছে ৭ ৫ শতাংশ সংরক্ষণ। যদি কোনও ছাত্র ছাত্রী মনে করেন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পাশাপাশি তামিলনাড়ুতেও ডাক্তারি পড়বেন, তাহলে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুনঃ প্রাথমিকে ৭ হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ করবে রাজ্য
তামিলনাড়ুতে পাশ হওয়া এই নতুন বিলটির নাম ‘তামিলনাড়ু অ্যাডমিশন টু মেডিক্যাল ডিগ্রি কলেজ বিল’। দেশে চিকিৎসায় ভর্তির একমাত্র পরীক্ষা নিট-এর মাধ্যমে যাতে রাজ্যের ছাত্র-ছাত্রীদের মান নির্ণয় না করা হয়, তা নিশ্চিত করাই বিলটির লক্ষ্য। নিটের প্রভাব খতিয়ে দেখতে গত ৫ জুন একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ খুললো স্কুল, উৎসবের আমেজে পড়ুয়ারা, করোনার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে বাংলাদেশ
সম্প্রতি তামিলনাড়ু প্রশাসন ওই কমিটির রিপোর্ট সামনে এনে জানিয়েছে, সমাজের উচ্চশ্রেণিতে থাকা পড়ুয়ারাই নিট পরীক্ষায় বেশি গুরুত্ব পান। একই সঙ্গে নিম্নবিত্তদের ডাক্তারি পড়ার স্বপ্নভঙ্গ করে দেয় এই পরীক্ষা। মেধার থেকে পড়ুয়ার পরিবারের সামাজিক অবস্থানই গুরুত্ব পায় নিট পরীক্ষায়। কমিটির এরকমই বেশ কিছু পর্যবেক্ষণের উপর ভিত্তি করে নিট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার। অবশেষে সেই নতুন বিল পাশও হয়ে যায়। এখন শুধু রাষ্ট্রপতি অনুমোদন দেওয়ার অপেক্ষা। রাষ্ট্রপতি যদি অনুমোদন দেন তবেই রাজ্যে নতুন বিলের এই নতুন নিয়ম কার্যকর হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584