“নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য হিন্দি শেখার প্রয়োজন নেই,” ক্ষুব্ধ তামিলনাডুর বিজেপি প্রধান

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর  ‘হিন্দি আগ্রাসনের’ বিরুদ্ধে এবার সরব বিজেপির দক্ষিণি নেতারা। তামিলনাডুর বিজেপি প্রধান কে আন্নামালাই প্রকাশ্যেই অমিত শাহর বিরুদ্ধে হিন্দি ‘চাপিয়ে দেওয়ার’ চেষ্টার  সরাসরি অভিযোগ তুলেছেন। আন্নামালাই স্পষ্ট  জানিয়ে দিয়েছেন তামিলনাডুতে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তিনি মেনে নেবেন না। তিনি বলেন, নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য হিন্দি শেখার প্রয়োজন নেই।

k annamalai protest against hindi aggression
ছবিঃ ফেসবুক

আন্নামালাই বলেন, তামিলনাডু বিজেপি কখনোই রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার অনুমতি দেবে না। বরং তামিল যদি দেশে একটি সংযোগকারী ভাষা হিসেবে ব্যবহার করা হয়, তা হলেই দল গর্বিত হবে। এবার দলের ভিতর থেকেই অমিত শাহের এই হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টার ঘোর বিরোধিতা তৈরি হওয়াকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ধর্ষণের ঘটনা কমাতে বাড়ীর পরিবেশ ঠিক করতে হবে, নিদান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে দেশের সমস্ত মহল থেকেই সমালোচনার ঝড় উঠেছিল। দক্ষিণ ভারতের রাজ্যগুলি ইতিমধ্যেই অমিত শাহের এই হিন্দি আগ্রাসনের প্রতিবাদে সরব হয়। তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন থেকে শুরু করে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মতো রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা সোচ্চার হয়েছেন এই নিয়ে। এমনকি বিশিষ্ট  সুরকার এ আর রহমানও বিজেপির হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here