ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
তরুণ যুগলের ইচ্ছে ছিল বিয়েতে ‘হাটকে’ কিছু করবেন। তাই আকাশপথে বিমানের মধ্যে সেরে ফেললেন মালা বদল। চমকে দিলেন নেটিজেনদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই অভিনব পন্থা।মাদুরাই থেকে থুথুকুদি পর্যন্ত স্পাইসজেটের একটি চাটার্ড প্লেনে চার হাত এক হল তরুণ-তরুণীর।
তামিলনাড়ুর বাসিন্দা রাকেশ এবং ধিকশানা। সেই রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে সংক্রমণ, তাই তারা ঠিক করে বিমানের মধ্যেই বিবাহ সম্পন্ন করবে। আর সেইমত চাটার্ড বিমান ভাড়া করেন তাঁরা। গত রবিবার ১৩০ জন নিকট আত্মীয় স্বজনের উপস্থিতিতে নতুন জীবনের সূচনা করেন রাকেশ এবং ধিকশানা।
Mid-air wedding: SpiceJet initiates action against passengers for flouting COVID norms
Read @ANI Story | https://t.co/eOZH4p8SmH pic.twitter.com/fSYKFNDdLT
— ANI Digital (@ani_digital) May 24, 2021
যদিও বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এ বিষয়ে তারা কিছুই জানতেন না। তাদের বক্তব্য, “মাদুরাইতে চাটার্ড বিমান ভাড়া করা হয়। কিন্তু মাঝ আকাশে বিয়ের এই পরিকল্পনা বিষয়ে কিছুই জানা ছিল না।“ এদিকে নব দম্পতির দাবি, তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩০ জন। আর কোভিড প্রোটোকল মেনে প্রত্যেকেরই আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পরই বিমানে সফর করেছেন তারা।
উল্লেখ্য, গত শনিবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে তামিলনাড়ু সরকার। সংক্রমণ ঠেকাতে আগামী ৩১মে পর্যন্ত বাড়ানো হয়েছে মেয়াদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584