নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যেভাবে এই মহামারী করোনা ভাইরাস দিকে দিকে ছড়িয়ে পড়ছে সেই কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি হোম কর্তৃপক্ষ প্রত্যেক কর্মীদের সোয়াব টেস্ট করানোর উদ্যোগ নিয়েছে।
সমাজে অবহেলিত, নির্যাতিত, স্বামী পরিত্যক্ত নারী ও শিশুদের কোর্ট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিউনিটি অর্ডারে হোমে রাখা হয়। এই হোম আবাসিকদের পরিষেবা দেওয়ার জন্য কর্মীদের উপস্থিতি একান্ত ভাবে কাম্য। সেইসব আবাসিকদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার জন্য ওষুধ থেকে শুরু করে মেডিকেল চেকআপ, সবজি বাজার করতে বাইরে যেতে হয় কর্মীদের।
আরও পড়ুনঃ করোনা আবহে কোলাঘাট পঞ্চায়েত সমিতিকে অ্যাম্বুলেন্স দান শুভেন্দুর
তাই দীর্ঘদিন কর্মীরা বাড়ি যেতে না পারায় তাদের বাড়ি পৌঁছে দেবার জন্য গাড়ির ব্যবস্থা করেছে সংস্থার কর্তৃপক্ষরা। জানা গিয়েছে, বাইরের কাজ ও বাড়ি থেকে আসা কর্মীদের ক্যাম্পাসের বাইরে হোম কোয়ারেন্টাইনে থাকার পর ক্যাম্পাসে প্রবেশ করানো হয়।
আবাসিক ও কর্মীদের সুরক্ষার কথা ভেবে হোম কর্তৃপক্ষ সোয়াব টেস্ট করানোর উদ্যোগ নিয়েছেন। তমলুক ব্লকের অনন্তপুর গ্রামীণ হাসপাতালে গত সপ্তাহে ১৮জনের সোয়াব টেস্ট করা হয়। তাতে প্রত্যেকের নেগেটিভ রিপোর্ট আসে। আজ অ্যাম্বুলেন্স চালক সহ ২২জন কর্মীর সোয়াব টেস্ট করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584