সম্প্রীতির বার্তা লাভ জিহাদে উৎসাহ বলে চিহ্নিত! বিজ্ঞাপন প্রত্যাহার করল সংস্থা

0
74

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

মুসলিম পরিবারে বিয়ে হয়েছে হিন্দু পরিবারের মেয়ের। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর হিন্দু মতে সাধের অনুষ্ঠান আয়োজন করেছে মুসলিম পরিবারটি। সম্প্রতি প্রকাশ্যে আসা বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থার এহেন বিজ্ঞাপন নিয়েই শুরু হয় বিতর্ক।

Wedding creremony | newsfront.co
বিতর্কিত বিজ্ঞাপনের স্ক্রিনশট

‘লাভ জিহাদ’ বা ভিন্ন সম্প্রদায়ের বিয়েতে উৎসাহ দেওয়ার অভিযোগে সেই বিজ্ঞাপনের উপর চটে যায় নেটিজেনদের একাংশ। বিজ্ঞাপন বয়কটের দাবি তোলা হয়। চাপের মুখে পড়ে সেই বিজ্ঞাপন সরিয়েই নেওয়া হয় গয়না প্রস্তুতকারক সংস্থাটির পক্ষ থেকে।

গত ৯ অক্টোবর সংস্থার তরফে ৪৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপন ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পরই তৈরি হয় বিতর্ক। মূলত নিজেদের ‘একতাভাম’ কালেকশনের জন্যই এই বিজ্ঞাপনটি তৈরি করেছিল সংস্থাটি। বিজ্ঞাপনটি সামনে আসার কিছুক্ষণের মধ্যেই দাঁত-নখ বের করে চলে আসে নেটিজেনদের একাংশ। সেই বিজ্ঞাপনে নাকি ‘লাভ জিহাদ’-কে উৎসাহিত করা হয়েছে। উগ্র হিন্দুত্ববাদীরা যে শব্দের প্রচলন করেছিলেন।

তাঁদের অভিযোগ, ভালোবাসার আড়ালে হিন্দু মেয়েদের ধর্মান্তকরণ করেন মুসলিমরা। একইসঙ্গে ‘ভুয়ো’ ধর্মনিরপেক্ষতা এবং একটি নির্দিষ্ট ধর্মের সম্প্রদায়ের বিশ্বাসে ‘আঘাত’ করায় সংস্থার সমালোচনা শুরু হয়। টুইটারে শুরু হয় সংস্থাটিকে হ্যাশট্যাগ বয়কট ট্রেন্ডিং।

আরও পড়ুনঃ রিপাবলিক টিভি, টাইমস নাও-এর বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ বলিউডের প্রযোজনা সংস্থাগুলি

কেউ লেখেন, ‘‘সবসময় বিজ্ঞাপনে একজন গৃহবধূকে হিন্দুই হতে হবে? মুসলিম হন না কেন?’’ কেউ লেখেন, ‘‘এমন একটি বিজ্ঞাপন তৈরি করুন যেখানে মুসলিম গৃহবধূ তাঁর হিন্দু শ্বশুরবাড়ির সঙ্গে ইদ পালন করছে।“ এমনকী বিষয়টি নিয়ে টুইট করেন কঙ্গনাও। সরাসরি না বললেও তিনি লেখেন,‘‘বিজ্ঞাপনটিতে হিন্দু মেয়েটিকে যেভাবে ভীত-সন্ত্রস্থ দেখিয়েছে, তা একদম ঠিক নয়।“

আরও পড়ুনঃ কৃষি আইনের প্রতিবাদে বিজেপি শাসিত রাজ্যেই দশেরাতে দাহ হবে মোদীর কুশপুতুল

তবে অনেকেই আবার এই বিজ্ঞাপনের ভূয়ষী প্রশংসা করেন। যেভাবে সেই বিজ্ঞাপনে দু’ধর্মের মানুষের মধ্যে বন্ধন তুলে ধরা হয়েছে, তা প্রকৃত ভারতের ধারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলে জানান অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খোলেন কংগ্রেস সাংসদ শশী থারুর-ও।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “একটি অসাধারণ বিজ্ঞাপনে যেভাবে হিন্দু–মুসলিম সম্প্রীতি দেখানো হয়েছে, সেটিকেই বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী গ্রুপগুলো। যদি এতে তাঁদের এতটাই অসুবিধে হয়, তাহলে কেন ওরা বিশ্বে সবথেকে বেশিদিন ধরে হিন্দু-মুসলিমের ঐক্যের প্রতীক ভারতকে বয়কট করছে না?”

বিজ্ঞাপনটি যেভাবে তৈরি করা হয়েছে, তাতে মুগ্ধ হয়েছেন বিশেষজ্ঞরাও। তাঁদের বক্তব্য, সেই বিজ্ঞাপন কর্মসূচিতে কোনও ভুল নেই। সম্পর্ককে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওই বিজ্ঞাপনটিতে। যদিও শেষপর্যন্ত সেই বিজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে গয়না প্রস্তুতকারক সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here