সুদীপ পাল,বর্ধমানঃ
হাতে রয়েছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ আছে। পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী দেখলেন পরীক্ষার জন্য তার সিট এখানে পড়েনি। কোথায় পড়েছে সেটিও বলতে পারছেন না কর্তৃপক্ষ। শেষমেষ মানসিকভাবে ভেঙে পড়লেন পড়ুয়া।ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে (নিট) বসতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তানিয়া বৎস।
তানিয়ার পরিবারের সদস্যরা বলছেন,অ্যাডমিট কার্ডে সেন্টারের নাম অনুযায়ী তার দুর্গাপুরের দিল্লি পাবলিক স্কুলে সেন্টার পড়েছিল।কিন্তু নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে দেখা গেল সেখানে কোন পরীক্ষা হচ্ছে না। এরপর দুর্গাপুর পাবলিক স্কুল গিয়ে সেখানেও তার রোল নম্বর না মেলায় পরীক্ষায় বসার সুযোগ পায়নি।তানিয়া গত বছর আসানসোলের এক ইংরেজি মাধ্যম স্কুল থেকে দ্বাদশ শ্রেণি পাশ করে ডাক্তারি পড়ার লক্ষ্যে রাজস্থানের কোটায় কোচিং নিচ্ছিলেন।এক বছর ধরে কঠিন প্রস্তুতি নেওয়ার পর পরীক্ষায় বসতে না পেরে রীতিমতো হতাশ তানিয়া।
আরও পড়ুনঃ শিক্ষার আলোয় উজ্জ্বল
পরীক্ষার নিয়মাক সংস্থার হেল্পডেস্কে বিষয়টি জানিয়ে সাহায্য চাওয়া হলে তারাও কার্যত কিছুই করে উঠতে পারেনি। ‘এই মুহূর্তে আর কিছু ভাবতে পারছি না’ হতাশ গলায় তানিয়ার খেদোক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584