অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জ ট্রফি জিতল তপন মেমোরিয়াল। বুধবার ইডেন গার্ডেন্সে ফাইনালে মোহনবাগানকে ৩৩ রানে হারাল তারা।
তপন মেমোরিয়ালের জয়ের নায়ক অধিনায়ক বাংলা দলের অল রাউন্ডার শাহবাজ আহমেদ। ফাইনালে কার্যত একার হাতে দলকে জিতিয়ে ট্রফি এনে দিলেন শাহবাজ।
আরও পড়ুনঃ দল গোল পেলেই সব ছবি বদলাবে বলছেন ফাউলার
ব্যাট হাতে দুরন্ত ৫৪ রান ও বল হাতে মাত্র ১০ রান খরচ করে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন বাংলা রঞ্জি দলের স্পিনার-অলরাউন্ডার। তারকা খচিত মোহনবাগানের হার অঘটন এদিন।
আরও পড়ুনঃ জানুয়ারি তৃতীয় সপ্তাহে ফের শুনানি সৌরভদের
ম্যাচ শেষে পুরস্কার তুলে দিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এদিন সরকারি নিয়ম মেনে একশো জন দর্শককে ক্লাব হাউসে শারীরিক দূরত্বর নিয়ম মেনে খেলা দেখতে অনুমতি দেওয়া হয়। এছাড়া মাঠে চার ছয় হলে হল ঢাকিদের ঢাক বাজানো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584