ধর্ষণে অভিযুক্ত কংগ্রেসের প্রার্থী! প্রশ্ন তুলতেই মহিলা সদস্যকে নিগ্রহ

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী ধর্ষণে অভিযুক্ত, প্রশ্ন তোলায় নিগৃহীত দলের মহিলা সদস্য।হাথরাসে গণধর্ষণের জন্য যোগী সরকারের বিরুদ্ধে সমানে তোপ দাগছেন রাহুল গান্ধীরা। সুস্থ সমাজ গড়ে তোলার দাবিতে সোচ্চার কংগ্রেস।

accident spot | newsfront.co
ছবিঃ এএনআই ভিডিও স্ক্রিনশট

ঠিক সেই সময়, ধর্ষণে অভিযুক্তকে প্রার্থী করা হল আসন্ন উপনির্বাচনে। দলীয় সভায় এই প্রশ্ন তুলতেই দলের মহিলা সদস্যার দিকে তেড়ে এলেন কংগ্রেস নেতা-কর্মীরা। প্রশ্ন করার অপরাধে প্রকাশ্যেই মহিলাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়, শারীরিক নিগ্রহও করা হয়।

উত্তরপ্রদেশে কংগ্রেসের এক সভায় ঘটে যাওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নিগৃহিতা কংগ্রেস সদস্যার নাম তারা যাদব। সংবাদ সংস্থা এএনআই-কে তারা জানিয়েছেন, ধর্ষণে অভিযুক্ত মুকুন্দ ভাস্করকে ভোটের প্রার্থী করা হচ্ছে কেন, এই প্রশ্ন করতেই দলের নেতা-কর্মীরা তাঁরা প্রথমে ঠেলাঠেলি শুরু করে। পরে মারধরও করেছে। তারা দেবী আপাতত এই বিষয়ে প্রিয়াঙ্কা গান্ধীর পদক্ষেপের অপেক্ষায়।

আরও পড়ুনঃ টিআরপি স্ক্যাম, মিডিয়া এথিক্স খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

উত্তরপ্রদেশের সাত বিধানসভায় উপনির্বাচন হবে। দেওরিয়া আসন থেকে দীর্ঘ দিনের সদস্য মুকুন্দ ভাস্কর মণি ত্রিপাঠীকে টিকিট দিয়েছে দল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অন্যান্য ছয়’টি আসনেও গত শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ ভিন্ন ধর্মের যুবতীর সঙ্গে বন্ধুত্বের অপরাধে খুন দিল্লির ছাত্র

আগামী ৩ নভেম্বর উপনির্বাচনে ভালো ফল করতে মরিয়া চেষ্টা কংগ্রেসের, তাই দলের পুরোন কর্মীদেরই টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুলান্দশহর ও দেওরিয়া থেকে লড়বেন যথাক্রমে সুশীল চৌধুরী এবং মকুন্দ ভাস্কর মণি ত্রিপাঠী।

তাঁরা ছাত্র রাজনীতি থেকেই কংগ্রেসের সাথে যুক্ত। প্রার্থী হিসাবে কমলেশ সিং নওগাত সাদাত বিধানসভা থেকে লড়াই করবেন। তিনি একটি স্কুল পরিচালনা করেন এবং পারিবারিক সূত্রেও কংগ্রেস রাজনীতিতে যুক্ত তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here