নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন। এই দফার লকডাউনেই শুরু হয়েছে আনলক-১। যার কারণে খুলে গিয়েছে ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তরাঁ। দক্ষিণেশ্বর মন্দির, তারাপীঠ, বেলুড় মঠ খুলে গিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার খোলার কথা ছিল তারকেশ্বর মন্দির।
কিন্তু ফের বন্ধ হয়ে গেল মন্দির। বৃহস্পতিবার মন্দির খোলার কথা ঘোষণা করলেও আজ, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর মন্দির সংলগ্ন ভঞ্জিপুর, নতুনগ্রাম, হাউলি ও তালপুর এলাকায় নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা। আক্রান্ত হয়েছেন ন’জন।
আরও পড়ুনঃ মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
এই সমস্ত এলাকা থেকেই মন্দিরের সেবায়েত ও ব্যবসায়ীরা মন্দির এলাকায় আসেন। সেই কারণে সতর্কতা অবলম্বন করে মন্দির কর্তৃপক্ষ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারকেশ্বর মন্দির আপাতত বন্ধ থাকছে। বন্ধ থাকছে শ্রাবণী মেলাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584