তারকেশ্বর-হুগলী: নিজস্ব সংবাদ দাতা:-
পবিত্র তীর্থ তারকেশ্বর ধামে গোটা শ্রাবণ মাস ব্যপী চলে শ্রাবণী মেলা ।শ্রাবণী মেলা শুরু হতে হাতে আর মাত্র পনেরো দিন বাকি ।সেই উপলক্ষে গতকাল বিকালে প্রশাসনের উদ্দ্যোগে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা ।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌরসভার পৌরপিতা স্বপন সামন্ত , তারকেশ্বর থানার ওসি , বিডিও ,পৌরসভার সদস্যবৃন্দ , মন্দির ট্রাস্টের সদস্যবৃন্দ , মন্দিরের পুরোহিত বৃন্দ সহ তারকেশ্বর এলকার সমস্ত ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দারা ।এক মাস ব্যপী চলা এই মেলায় যাতে কোন অশান্তি না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সর্তক থাকার অনুরোধ করা হয় । এছাড়াও মেলার নিরাপত্তা , ট্রাফিক ব্যবস্থা ,পানীয় জলের ব্যবস্থা ,শৌচাগার , পার্কিং ব্যবস্থা সহ নানা বিষয় নিয়ে আলচনা হয় । একমাস ব্যপী এই মেলায় প্রায় লক্ষাধিক মানুষএর সমাগম ঘটে ।তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ করেন মন্দির কমিটি । শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বর ধামে আসার পথে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584