পল্লব দাস,বহরমপুরঃ
১৯৫৫ সালের একটি অন্যতম জনপ্রিয় ছবি ‘টারেন্টুলা’।বিদেশি এই ছবি বেশ চর্চিত হয়েছিল সেই সময় । এক অতিকায় মাকড়সা যাকে ভয়ানক ভাবে প্রস্তুত করা হয়েছিল দর্শক দের সামনে।কিন্তু সে-তো গেল ছবি সিনেমার কথা,এই আতঙ্ক যদি নেমে আসে পাড়া গ্রামে তাহলে ! চমকে গেলেও এটাই সত্যি।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার মাকড়সার আক্রমনের ঘটনা ঘটে গেছে।কলকাতা ও শহরতলিতে দেখা মিলছে এই আট-পেয়ে প্রাণীটির।ব্যারাকপুর রায়গঞ্জের পর টারেন্টুলা দেখা গেল মুর্শিদাবাদ জেলায়। কান্দি বড়ঞাতে টারেন্টুলার কামড় খেয়ে অসুস্থ হয়েছেন একজন।

এবার মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ অঞ্চলে দেখা গেল কালো টারেন্টুলা। সকালের দিকে স্থানীয় বাসিন্দা দেবাশিস মন্ডল এর বাড়িতে দেখা যায় এই মাকড়সা , টারেন্টুলা আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়িতে। তড়িঘড়ি বালতি বন্দি করা হয় টারেন্টুলা কে ।এই অঞ্চলে আতঙ্কে কাটছে দিন,এ জাতীয় প্রাণী উপস্থিতির কারণে একটু ভয়ে রয়েছেন এলাকাবাসী।
আরও পড়ুনঃ রেলের পক্ষ থেকে পায়েলকে সংবর্ধনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584