পিয়ালী দাস, বীরভূমঃ
অমিত শাহর সফর সূচীতে তারাপীঠ মন্দির অন্যতম।সেই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দিতে সোমবার থেকেই শুরু হয়েছে জেলা পুলিশ তোড়জোড়। মা তারার বাঁধানো ছবির সঙ্গে এলাকা উন্নয়নের স্মরকলিপি দিয়ে মন্দিরের সেবায়েত ও এলাকাবাসীরা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে স্বাগত জানাবে। ২৮ জুন কলকাতা থেকে হেলিকপ্টারে তারাপুর গ্ৰাম সংলগ্ন মাঠে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ’র। তারাপীঠে নেমেই প্রথমে তিনি যাবেন মন্দিরে। সেখানকার নিরাপত্তা নিয়ে আগে থেকে আলোচনা শুরু করেছেন বীরভূমের পুলিশ প্রশাসন। কারণ সেখানে পূজো দেওয়ার পাশাপাশি সেবায়েত দের সাথেও আলাপচারিতা সারবেন তিনি। তাই মন্দিরে কারা অমিত শাহর সাথে কথা বলবেন, কি বলবেন, তা আগে থেকে জেনে নিতে চাইছে জেলা প্রশাসন।
মন্দিরে সর্বভারতীয় বিজেপি সভাপতির বসার জন্য আলাদা ব্যাবস্থা করা হয়েছে। সেখানেই তার হাতে মা এর ছবি তুলে দিয়ে অভ্যর্থনা জানান হবে। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানায়, “আমরা ওই দিনের নিরাপত্তা ব্যাবস্থার উপরে নজর দিচ্ছি। মন্দিরে ক্লোজ সার্কিট টিভি রয়েছে। ওই দিনের জন্য আরও কয়েকটি বাড়ানো হবে। মন্দির চত্বর পরিস্কার রাখা হবে।”
উল্লেখ্য, তারাপীঠ মন্দিরের সেবায়েতদের নিজস্ব নিরাপত্তা ব্যাবস্থা আছে। তারাপীঠে অনুমোদিত সেবায়েতের সংখ্যা প্রায় পাঁচশো। কোন কোন সেবায়েত সেই সময় থাকবে তা আগে থেকে ঠিক করতে চাইছে প্রশাসন। ভিআইপি গেটের মুখেই সেবায়েতরা তাঁদের পরিচিতদের ঢ়ুকতে দেবেন। সেখানেই অমিত শাহকে এলাকাবাসীদের পক্ষ থেকে গুয়াহাটি-শিয়ালদা শতাব্দী এক্সপ্রেস ট্রেনের রামপুরহাটে স্টপেজের দাবি জানান হবে। এছাড়াও এলাকার উন্নয়নের জন্যেও কিছু কেন্দ্রীয় প্রকল্পের দাবি জানাতে পারেন। তবে এ মত নিয়ে সেবায়েতদের মধ্যে দ্বিমত আছে। এক পক্ষ মনে করে, তারাপীঠ উন্নয়ন পর্ষদ গড়ে রাজ্য সরকার যা উন্নয়ন করেছে তাতে বাড়তি তাদের কিছু চাওয়ার নাই। এখনও অবদি হেলিকপ্টার তৈরি হয়নি বলে বিজেপির অভিযোগ। তাই দলের তরফ থেকে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়েছে মঙ্গলবার থেকে কাজ শুরু করা হবে। এদিকে অমিত শাহর তারাপীঠে পূজোর দায়িত্ব দেওয়া হয়েছে দলের বিজেপির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশিস ঘোষকে। তিনি বলেন, নিরাপত্তা ও দলীয়স্তরের কথা বলেই পূজোর বন্দোবস্ত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584