বিএসএফের সীমান্ত বৃদ্ধির পরে এবার কাঁটা তারের কাজ শুরু সীমান্তে

0
78

সজীবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের কাজের এক্তিয়ার বেড়ে হয়েছে ৫০ কিলোমিটার পর্যন্ত । এরপরেই বর্ডার এলাকায় ফেন্সিং তথা কাঁটাতার দিতে তৎপর হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ। ইতিমধ্যেই গঙ্গা ভাগীরথী নদীর পাড়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি অধিগ্রহণ শুরু করেছে প্রশাসন। শুরু হয়েছে মাপজোপও। সামসেরগঞ্জ, সুতি ১, সুতি ২, রঘুনাথগঞ্জ ২, লালগোলা, ভগবানগোলা ১ ও ২, রানিনগর ২ ও জলঙ্গি ব্লকের অধীনে থাকা এই সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়া হবে।

BSF meeting
নিজস্ব চিত্র

সীমান্ত এলাকায় ফেন্সিং তৈরির জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বর্ডার সিকিউরিটি ফোর্স আধিকারিকরা। পর্যাপ্ত জমি না মেলায় সুতির সীমান্তে ফেন্সিং তৈরির কাজ আটকে রয়েছে। তাই জমি সংক্রান্ত সমস্যা মেটাতে রবিবার চাষিদের নিয়ে বৈঠক করেন সুতি-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, ব্লক প্রশাসনের অন্যান্য কর্তা ও বিএসএফ আধিকারিকরা। পাশাপাশি এদিনের বৈঠকে ছিলেন বর্ডার সংলগ্ন এলাকা নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরাও। মূলত চাষিদের রাজি করাতেই এই বৈঠক বসে। সুতি-১ ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, ইতিমধ্যেই ৪১১ জন লিখিত সম্মতি দিয়েছেন, বাকিরা মৌখিক সম্মতি দিয়েছেন। সকলের কাছ থেকে লিখিত সম্মতি পেলেই ফেন্সিং-এর কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ সোমবার থেকে রনগ্রাম ব্রিজের উপর দিয়ে শুরু হল খালি বাস যাতায়াত

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্য সরকারের সীমান্তবর্তী জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই সীমান্তে ফেন্সিং দিতে জমি অধিগ্রহণে তৎপর হতে নির্দেশ দেন। তারপর থেকেই কার্যত তৎপরতা শুরু করেছে প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here