নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচণা হল আজ। মহালয়ার এই পূণ্যলগ্নে পূর্বপুরুষ স্মরণে তর্পণ করা হয়। গঙ্গার ঘাটে সকাল থেকে শুরু হয়েছে তর্পণ। এমনকী নদীর ঘাটগুলিতেও তর্পণের জন্য ভিড় জমেছে। শাস্ত্র মতে, দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে পিতৃপুরুষরা মর্ত্যে নেমে আসেন। আর উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য অপেক্ষা করেন। তাই মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে জলদান করা হয়। এই রীতিকেই তর্পণ বলে।
বুধবার সকাল থেকে দক্ষিণেশ্বর, বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা কিংবা বাবুঘাট-সব ঘাটের চিত্রটা একই। প্রতিটি ঘাটেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ শুরু হয়েছে। ঘাটগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তৈরি রয়েছে কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশও।
আরও পড়ুনঃ এবছরেও হবে না কার্নিভাল, সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি রাজ্যের
কলকাতায় গঙ্গার প্রায় ২৬টি ঘাটে তর্পণের জন্য ভিড় করেন সাধারণ মানুষ। বিভিন্ন জেলার ঘাটগুলির চিত্রও একই রকম। কোনও কোনও ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য লম্বা লাইন পড়েছে। বেশ কয়েকটি ঘাটে চলছে ড্রোনের নজরদারি। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে মাইকিংও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584