কর্মী ছাঁটাইয়ের পথে টাটা গ্রুপ

0
97

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা মোকাবিলায় টানা তিনমাস ধরে দেশজুড়ে চলছে লকডাউন। সংক্রমণ থেকে বাঁচতে গৃহবন্দি হয়েছেন প্রায় সকলেই। লকডাউনের জেরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ-সহ বিভিন্ন কর্মসংস্থান। কর্মসংস্থানগুলোর বেশিরভাগ কর্মীই ওয়ার্ক ফ্রম হোম কাজ করছেন।

ratan tata | newsfront.co
ফাইল চিত্র

আবার দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় অথবা লকডাউনের কারণে অফিস যেতে না পারায় কাজ হারিয়েছেন এমন মানুষের সংখ্যাও কম নয়। করোনা পরিস্থিতিতে দেশজুড়ে লকডাউনের কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে টাটা গ্রুপ। এবার লোকসানের জেরে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে শিল্পগোষ্ঠী।

বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করছে টাটা গোষ্ঠী। ইতিমধ্যেই ছাঁটাই হয়েছেন প্রায় ১০০০ খানেক কর্মী। আগামী কয়েকদিনে আরও কর্মী ছাঁটাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ খাব কী? ফের পরিযায়ী হচ্ছেন উত্তরপ্রদেশের শ্রমিকরা

সূত্রের খবর, লকডাউনের জেরে টাটা গোষ্ঠীর আয়ে কমে গেছে। বিপুল ক্ষতির মুখে একাধিক শিল্প। তাই এই পরিস্থিতি মোকাবিলা করতে কয়েকদিনের মধ্যেই প্রচুর কর্মী ছাঁটাই করতে চলেছে টাটা গ্রুপ। লকডাউনের জেরে টাটা গ্রুপের বিমান সংস্থা, গাড়ি শিল্প, এরোস্পেস জাতীয় একাধিক ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা গাড়ি শিল্পের।

প্রতিযোগী সংস্থা মারুতি সুজুকির গত এপ্রিলের বিক্রির রিপোর্ট শূন্য। সেই জায়গা থেকে আরও উদ্বেগ বেড়েছে গাড়ি শিল্প নিয়ে। উল্লেখ্য, ভারতে ২০১৯-২০ আর্থিক বর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৯ হাজার ৮৯৪ কোটি টাকা ক্ষতি হয়েছে টাটা মোটর্সের। গতবছর এই ত্রৈমাসিকেই ১ হাজার ১০০ কোটি টাকা লাভ করেছিল সংস্থা।

আরও পড়ুনঃ যোগ্য জবাব দেওয়া হয়েছে, মন কি বাত-এ আশ্বস্ত করলেন মোদী

লকডাউনের শুরুর দিকে টাটা গোষ্ঠী ঘোষণা করেছিল, কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না। এমনকি ক্ষতির মুখে কোনও সম্পত্তিও বিক্রি করা হবে না। কিন্তু বর্তমানে আর্থিক মন্দার কারণে খানিকটা বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে টাটা গ্রুপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here