সংসদ চত্বর সাজানোর দায়িত্ব পেতে পারে টাটা প্রোজেক্টস

0
55

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নতুনভাবে সাজবে নয়াদিল্লির সংসদ চত্বর। সম্ভবত সেই কাজের দায়িত্ব পাবে টাটা প্রোজেক্টস লিমিটেড। যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও সেই কথা ঘোষণা করেনি কেন্দ্র। কিন্তু বিডিং প্রক্রিয়ায় তাদের দেওয়া দাম সবচেয়ে কম ছিল, তাই নিয়ম অনুযায়ী তারাই বরাত পাবে সেটা বলাই যায়।

Parliament | newsfront.co
ছবিঃ দি হিন্দু

প্রসঙ্গত, টেকনিকাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছিল তিনটি সংস্থা। এরপর আর্থিক বিড প্রক্রিয়ায় অংশ নেয় শুধু এল অ্যান্ড টি ও টাটা প্রোজেক্টস লিমিটেড। এদের মধ্যে টাটা সংসদ চত্বর নির্মাণের জন্য দর হেঁকেছিল ৮৬১.৯০কোটি । সেখানে এল অ্যান্ড টি দর হেঁকেছিল ৮৬৫ কোটি। তারাই যে সবচেয়ে কমের বিড করেছেন, সেটা নিশ্চিত করেছেন টাটার মুখপাত্র।

আরও পড়ুনঃ বাবরি ধবংস মামলার রায় ৩০ সেপ্টেম্বর

সরকারি সূত্রে জানানো হয়েছে, জয়ী সংস্থাকে কয়েকদিনের মধ্যে লেটার অফ অ্যাওয়ার্ড পাঠানো হবে। সবচেয়ে কম দর হেঁকেছে যে সংস্থা, তাকেই খুব সম্ভবত এই বরাত দেওয়া হবে বলে সরকারি সূত্রে খবর। বাদল অধিবেশন শেষ হলেই কাজ শুরু হতে পারে।

আরও পড়ুনঃ ট্যাক্সের হার চড়া, ভারতের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা স্থগিত টয়োটা মোটর্সের

নয়া ডিজাইন অনুযায়ী বিল্ডিংয়ের ওপর থাকবে জাতীয় এমব্লেম। প্রায় ৬০ হাজার মিটার স্কোয়ার অঞ্চলের ওপর এই বিল্ডিং তৈরী করা হবে। কেন্দ্রের সেন্ট্রাল ভিস্টা প্রোজেক্টের প্রথম ধাপে নয়া সংসদ ভবন তৈরী হচ্ছে। এরপর ধাপে ধাপে পুরো রাজপথের সাজসজ্জা বদলে দেওয়ার পরিকল্পনা আছে মোদী সরকারের। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here