টাটা মোটরস্ নিয়ে এল আধুনিক-সৌন্দর্যে মোড়া ‘অল্ট্রোজ’

0
64

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

টাটা মোটরস্ নিয়ে এল নতুন গাড়ি অল্ট্রোজ। ২৩শে জানুয়ারি কলকাতার এক অভিজাত হোটেলে লঞ্চ হল অল্ট্রোজ।

নিজস্ব চিত্র

৫.৯ লাখ থেকে শুরু পেট্রোল দ্বারা চালিত অল্ট্রোজের দাম এবং ডিজেল দ্বারা চালিত অল্ট্রোজের দাম শুরু ৬.৯৯ লাখ থেকে।

নিজস্ব চিত্র

টাটা মোটরস্-এর অন্যান্য গাড়িগুলির তুলনায় অল্ট্রোজ অনেক আধুনিক ও সৌন্দর্যে মোড়া। এই গাড়িতে রয়েছে গাড়ি bs6 ইঞ্জিন। এতে রয়েছে standard 5 speed manual gearbox।

নিজস্ব চিত্র

এছাড়াও থাকছে ১.২ লিটার পেট্রোল( ৮৫ হর্সপাওয়ার), ১.২ লিটার টার্বো পেট্রোল (১০২ হর্স পাওয়ার), ১.৫ লিটার ডিজেল( ৯০ হর্স পাওয়ার)।

নিজস্ব চিত্র

এই গাড়িতে থাকছে স্প্লিট হেডল্যাম্প, পিয়ানো ব্ল্যাক ওআরভিএমএস, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, মাল্টি ফাংশন স্টিয়ারিং। এছাড়াও থাকছে ৭ ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন।

নিজস্ব চিত্র

এছাড়াও অল্ট্রোজে আছে সুন্দর লাইটিং। এই গাড়ির যন্ত্রাংশগুলি বেশ আধুনিক। গাড়ির ভিতর বসার জায়গাও অনেক বেশি। ভারতের চারচাকার গাড়ির বাজারে এই মুহূর্তে মারুতি সুজুকি বলানো এবং হিউন্ডাই এলিট আই২০-এর সঙ্গে পাল্লা দিতেই বাজারে এসেছে অল্ট্রোজ।

নিজস্ব চিত্র

২০১৯-এর মার্চ মাসের ৮৯ তম জেনেভা ইন্টারন্যাশানাল মোটর শো-তে এই গাড়ি আত্মপ্রকাশ করেছিল। ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মন জয় করে নিয়েছে অল্ট্রোজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here