১৮ হাজার কোটি টাকার দরপত্র গ্রাহ্য, ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গোষ্ঠীর হাতে

0
74

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রতন টাটার সংস্থার হাতে যেতে চলেছে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা।১৮ হাজার কোটি টাকায় বাজিমাত, ৬৮ বছর পরে ফের এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গোষ্ঠীর হাতে। দরপত্র গ্রাহ্য হতেই টুইট রতন টাটার, ‘প্রত্যাবর্তন স্বাগত এয়ার ইন্ডিয়া’।

Ratan Tata
রতন টাটা

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে থাকা ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতর’-এর সচিব তুহিন কান্ত শুক্রবার জানান, টাটা নিয়ন্ত্রিত টালিস প্রাইভেট লিমিটেডের দরপত্রটি গ্রাহ্য হয়েছে। টাটা গোষ্ঠী ছাড়াও বেসরকারি উড়ান সংস্থা স্পাইস জেটের কর্ণধার অজয় সিংহ এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিলেন। তবে টাটা গোষ্ঠীর ১৮ হাজার কোটি টাকার দরপত্রটি গৃহীত হওয়ায় মালিকানা গেল টাটাদের হাতেই।

এয়ার ইন্ডিয়ার কম খরচের উড়ান পরিষেবা ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’-এর ১০০ শতাংশ মালিকানা পাবে টাটা গোষ্ঠী। পাশাপাশি, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর পরিষেবা সংক্রান্ত সংস্থা ‘এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিসেস’-এর ৫০ শতাংশ অংশীদারিও যাবে টাটাদের হাতে।

আরও পড়ুনঃ ভারতে আসতে পারবেন বিদেশী পর্যটকরা, ১৮ মাস পর টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র

প্রসঙ্গত, প্রায় ন’দশক আগে টাটা গোষ্ঠীর হাত ধরেই শুরু হয়েছিল দেশের প্রথম উড়ান সংস্থা। দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রতিষ্ঠিত সেই টাটা এয়ারলাইন্স নাম বদলে হয়ে যায় এয়ার ইন্ডিয়া। স্বাধীনতার পরে এটি যায় সরকারের হাতে।

আরও পড়ুনঃ জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়তেই নিজের টুইটার বায়ো থেকে বিজেপির নাম সরালেন সুব্রমনিয়ম স্বামী

২০১৪ সালে দেশের উড়ান পরিষেবায় বিদেশি লগ্নির রাস্তা খুলে দেয় কেন্দ্র। সে বছর জুনে মালয়েশিয়ার বেসরকারি এয়ারলাইন্স এয়ারএশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে এয়ার এশিয়া ইন্ডিয়া-র পরিষেবা শুরু করে টাটা। এবং পরে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে যৌথ ভাবে টাটা গোষ্ঠী চালু করে ‘ভিস্তারা’ বিমান পরিষেবা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here