শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
একুশের বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির কারণ বিশ্লেষণে ‘দলবদলু’ তৃণমূল নেতাদের অতিরিক্ত প্রাধান্য দেওয়ার পাশাপাশি রাজ্য নেতৃত্বের সমালোচনায় একাধিক বার সরব হয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
বারেবারেই তথাগত বাবুর হয়েছে নিশানা হয়েছে বঙ্গ বিজেপির ‘কেডিএএস’ গোষ্ঠী অর্থাৎ কৈলাস-দিলীপ-অরবিন্দ মেনন- শিবপ্রকাশ এই চারজন। আর সে ক্ষোভ তথাগত একাধিকবার উগরে দিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু এবারে শুধু কথায় নয়, সমমনোভাবাপন্ন একটি টুইটকে এমন একটি মিমের সঙ্গে রিটুইট করলেন যা এক কথায় নজিরবিহীন।
https://t.co/dzfBnLVJVu pic.twitter.com/cyrJobXBAv
— Tathagata Roy (@tathagata2) October 25, 2021
বঙ্গ বিজেপির দায়িত্বে ফিরেছেন কৈলাস বিজয়বর্গীয়, তা যে তথাগতর একেবারেই নাপসন্দ তা বুঝিয়ে দিলেন শেয়ার করা মিমের মাধ্যমে। মিমে ভোডাফোনের ম্যাসকট ‘চিকা’র সঙ্গে তুলনা করা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়-কে। সঙ্গে তথাগত বাবু লিখেছেন ‘ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে।।‘ সঙ্গে দুটি হাসির ইমোজিও দিতে ভোলেননি তিনি।
আরও পড়ুনঃ যৌন হেনস্থার মামলায় কৈলাশ বিজয়বর্গীয় সহ বাকি দুই RSS নেতার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
বর্তমান রাজনীতির ‘নৈতিক’ অবক্ষয় ঘটেছে এমন কথা বিগত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে , তা যেন আরেকবার প্রমাণ করে দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায়, এমনটাই বলছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584