আইনি মোড় নিল টুইটযুদ্ধ, অভিনেত্রী সায়নীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তথাগত রায়

0
103

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

অভিনেত্রী সায়নী ঘোষ ও তথাগত রায়ের টুইটযুদ্ধ এবার আইনি মোড় নিল। রবীন্দ্র সরোবর থানায় দায়ের করা হয়েছে এফআইআর অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর করেছেন তথাগতবাবু।

আজ থেকে প্রায় বছর পাঁচেক আগের অর্থাৎ ২০১৫ সালের সায়নী ঘোষের একটি পোস্টকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। সায়নীর টুইটে দেখা গিয়েছে, শিবলিঙ্গের মাথায় কন্ডোম পরাচ্ছেন এইডস সচেতনতার বিজ্ঞাপনের ম্যাসকট ‘বুলাদি’। ওই ছবিতে লেখা ‘বুলাদির শিবরাত্রি’।

Tathagata Roy | newsfront.co

আর পোস্টের ক্যাপশনে লেখা, “এর থেকে বেশি কার্যকরী হতে পারেন না ঈশ্বর।” সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষের এই পুরনো পোস্টে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে অভিযোগ মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালের। এই টুইটটি হিন্দু ধর্মের পবিত্রতা নষ্ট করেছে বলেই অভিযোগ করেন বিজেপি নেতা তথাগত রায়।

শুক্রবার তথাগত রায় সায়নীকে ট্যাগ করে টুইটে লেখেন, ‘মিস সায়নী ঘোষ, আপনি শিবলিঙ্গে কন্ডোম পরিয়েছেন যা কিনা আমার মতো হিন্দুদের কাছে সবচেয়ে পবিত্র। ভারতীয় ২৯৫এ ধারার (ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলকভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীর ভাবাবেগে আঘাত হানা) ভিত্তিতে আপনি অপরাধ করেছেন। গুরুতর ও অ-জামিনযোগ্য এই অপরাদের জন্য জরিমানার পাশাপাশি ৩ বছরের জেল হয়। সুতরাং ফল ভোগ করার জন্য তৈরি থাকুন।’

আরও পড়ুনঃ জোটে জট! ভেস্তে গেল বাম- কংগ্রেসের দ্বিতীয় বৈঠক

এর পাল্টা উত্তরে সায়নী লেখেন, ‘যে বা যারা আমার কোটকে বিকৃত করে রাজ্যবাসি এবং দেশবাসির মনে আমার বিরুদ্ধে হিন্দুবিরোধী মনোভাব স্থাপন করছেন, আমার কমেন্টটা মন দিয়ে শুনুন। জয় শ্রী রাম, ভগবানের নাম, ভালোবেসে বলুন…এখন যারা ভয় দেখানোর চেষ্টা করছো, আমার কথাগুলো কে সঠিক প্রমান করছো। শ্রী রামই এর বিচার করবেন।’

আরও পড়ুনঃ আজ নন্দীগ্রামে মমতার সভা, তাকিয়ে সারা বাংলা

টুইট যুদ্ধের পরই শুরু হয় আইনি লড়াই। সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল। অভিযোগপত্রের ছবি টুইটও করেন তিনি। তথাগত রায় সেই অভিযোগপত্রে লিখেছেন, ‘আপনার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমাকে বলেছেন আপনার মিম তাঁর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে এবং তিনিও অভিযোগ দায়ের করছেন। আমি আশা করি আসাম পুলিশ বিষয়টি বিবেচনা করবে।’

এর মাঝেই বিতর্কিত ওই টুইটের দায় এড়ালেন সায়নী। ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি বলেই দাবি তাঁর। তিনি দাবি করেন, ২০১৫ সালে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই সময় এই ছবিটি পোস্ট করা হয়েছে। পরে যখন নজরে আসে তখন তিনি টুইটটি ডিলিট করেন। তীব্র নিন্দাও করেন বলেই দাবি সায়নীর। তবে এই টুইটটির জন্য তাঁকে যেভাবে অপমান করা হয়েছে, সে কারণে দুঃখপ্রকাশও করেন অভিনেত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here