‘নগরের নটি’ পায়েল-শ্রাবন্তী-তনুশ্রী, ভোটে হেরে যাওয়ায় তোপ তথাগতর

0
102

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

উস্কানিমূলক মন্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন তথাগত রায়। এবার বাংলার খেলা শেষ হতেই নিজরুপে খোদ দলীয় প্রার্থীদের উদ্দেশেই প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন তথাগত। বেশকিছু প্রার্থীদের টিকিট দেওয়া নিয়েও দিলীপ কৈলাশদের প্রশ্ন করলেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

star candidate | newsfront.co

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে অভিনেত্রী তথা তৃনমূল প্রার্থী সায়নী ঘোষের সাথে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। দলীয় প্রার্থী হলেও ঠিক একই মেজাজে পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীকে ‘নগরের নটি’ বলে কটাক্ষ করলেন তথাগত। টুইটে তিনি বলেন, “পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’

নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ- কৈলাশ- শিবপ্রকাশ- অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?”

আরও পড়ুনঃ এবার ছোটপর্দায়

পরের টুইটে সংশোধন করে লেখেন, ‘মদন মিত্রর সঙ্গে সেলফি তুলেছিলেন পার্নো মিত্র নয়, তনুশ্রী চক্রবর্তী।’বিজেপি সূত্রে খবর, এবার নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়াতে চেয়েছিলেন তিনি কিন্তু দল টিকিট দেয় রুদ্রনীল ঘোষকে, তখনও অসন্তোষ প্রকাশ করেছেন বর্ষীয়ান এই নেতা। দলের দিকে প্রশ্ন তোলায় অস্বস্তিতে দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here