বন্ধুহীন কৈলাসকে তৃণমূলে নেওয়ার নিদান তথাগতর

0
114

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সম্প্রতি বঙ্গ রাজনীতির চান্যক মুকুল রায় ও তার পুত্র শুভ্রাংশু ফিরেছেন তৃণমূলে। ঘরের ছেলে ঘরে ফিরেছে বলে আহ্বান জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। উত্তরীয় পরিয়ে সম্মান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তবে মুকুলের বিজেপি ছেড়ে আসায় একলা হয়ে পড়েছেন তার বন্ধু কৈলাস বিজয়বর্গীয়, কিছুটা এই সুরেই টুইট করেছেন তথাগত রায়। যদিও উস্কানিমূলক মন্তব্যের জন্য বরাবরই খবরের শিরোনামে থাকেন তিনি। তাই এবারও আর বিরত থাকলেন না। তিনি মুখ্যমন্ত্রী মমতার উদ্দেশ্যে বলেন, ‘একা হয়ে পড়েছে কৈলাস তাকেও তৃণমূলে যাওয়ার সুযোগ করে দিন।’

Tathagata Roy on Kailash Vijayvargiya | newsfront.co
গ্রাফিক্স চিত্র

উল্লেখ্য, তথাগত নিজে এই টুইটটি করেননি। দিবাকর দেবনাথ নামে এক ব্যক্তির টুইট রিটুইট করেছেন তিনি। টুইটটি ছিল বাংলায়, তথাগত শুধু তার ইংরেজি অনুবাদ করেছেন। ওই ব্যক্তি কৈলাস ও মুকুলের ছবি পোস্ট করে টুইটে লেখেন, ‘মমতা পিসি এই ভোদো বিড়ালটা কে তৃণমূলে নিয়ে নাও, মালটা বন্ধুকে না পেয়ে হতাশ হতে পারে। সারাদিন মুকুলের সাথে ফিস/ফিস গুজ/গুজ করতো।’

বাংলাতে করা এই টুইটটি ইংলিশে অনুবাদ করেন তথাগত। তিনি লেখেন, ‘একজন নিষ্ঠ বিজেপি কর্মীর টুইটের যথার্থ অনুবাদই করছি মাত্র, কিছু যোগ বা বাদ দেইনি।’ ওই টুইটের ইংলিশে অনুবাদ করতে গিয়ে কৈলাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘স্টুপিড ক্যাট’। ইংলিশে তিনি লেখেন, “পিসি (বুয়াজি) মমতা, দয়া করে এই বোকা বিড়ালটিকে তৃণমূলে নিয়ে যান। তার মন খারাপ হতে পারে বন্ধুকে মিস করে! তারা সারাদিন একসাথে থাকতেন।’’

আরও পড়ুনঃ বিহারের পর এবার কাঠগড়ায় মধ্যপ্রদেশ, মৃতের সংখ্যা ১.৭৪ লাখ থেকে কমে ৪ হাজার ১০০

প্রসঙ্গত, একুশের বিধানসভায় বিজেপির ভরাডুবির পর থেকেই কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে বারবার তোপ দেগেছেন তথাগত। ওই চার নেতার বিরুদ্ধে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কিছুদিন আগে এই চার নেতার পুরো নাম না নিয়ে ‘কে-এস-এ-ডি’ বলে কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্যের জেরে গত সপ্তাহেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তথাগতকে। কিন্তু সেই বৈঠকের কোনো প্রভাবই পড়েনি তথাগতর ওপর, যা স্পষ্টতই বোঝা গেল আজকের এই টুইটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here