শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
বাংলায় বিজেপির ভরাডুবির কারণ হিসেবে অনুপম হাজরা রবিবার বলেন, ”ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সিনেমা জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। আর সেই কারণে দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন পুরানো নেতা-কর্মীরা। আসলে কৌশল যে ভুল হয়েছিল, তা স্পষ্ট। সেটা তখন বোঝা না গেলেও পরে বোঝা গিয়েছে।”
অনুপমের এই বক্তব্যকে জোরালো সমর্থন জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। অনুপমের বক্তব্যের রেশ টেনেই এবারো একটি টুইটে তিনি লিখেছেন, বয়সে ছোট এবং অভিজ্ঞতায় সীমিত হলেও অনুপমের বিবৃতি প্রণিধানযোগ্য। এবার বিজেপি এমন লোককে টিকিট দিয়েছিল যিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?
তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন (শিখা মিত্র)। তিনটে নগরীর নটী টিকিট পেয়ে মদনের সঙ্গে জলকেলি করেছে, তারপর হেরে গিয়ে ভ্যানিশ হয়ে গেছে। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের পক্ষে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে ?
— Tathagata Roy (@tathagata2) October 25, 2021
আরও পড়ুনঃ যৌন হেনস্থার মামলায় কৈলাশ বিজয়বর্গীয় সহ বাকি দুই RSS নেতার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
সম্প্রতি বিজেপির নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় জায়গা পেয়েছেন ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়, ইদানিং তিনিও প্রকাশ্যেই বিজেপি বিরোধিতা করছেন এবং যোগাযোগ রাখছেন তৃণমূল নেতাদের সঙ্গে। সে প্রসঙ্গেও বারবার বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি সুর চড়িয়েছিলেন তথাগত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584