‘ভবানীপুর উপ নির্বাচনে সুবোধকে প্রার্থী করা উচিত বিজেপির’, বললেন তথাগত রায়

0
85

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত শনিবার ভবানীপুর উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর তারপর থেকেই ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির। এদিকে ভোটে আগে কোনওদিন প্রার্থী দিতে না চাইলেও এই উপ নির্বাচনে জোটের পক্ষ থেকে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দিতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এরই মাঝে প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় চাইছেন সুবোধকে বিজেপি প্রার্থী করা হোক ভবানীপুর কেন্দ্রে।

Tathagata Roy
তথাগত রায়

মঙ্গলবার একথাই টুইটারে লেখেন তিনি। এদিন টুইটে তথাগত রায় লেখেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরে উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা।’

কিন্তু কে এই সুবোধ? কৌতূহল জাগে নেটিজেনদের মনে। সেই কৌতূহলেরও নিরসন করেছেন তথাগত নিজেই। তিনি টুইটে লিখেছেন, ‘কিন্তু কে এই সুবোধ? ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয় ! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!’

আরও পড়ুনঃ ফের ‘মাওবাদী’ নামাঙ্কিত পোস্টার পুরুলিয়ায়! নিশানায় বরাবাজার আইসি ও মানবাজার এসডিও

নেটিজেনদের অনেকেই মনে করছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় যেমন চপের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন, অন্যদিকে তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপির যে একজন পোক্ত শানদার নেতা দরকার। তবে রাজ্যে দিলীপ ঘোষের নেতৃত্বাধীন বিজেপিতে সেরকম ওজনদার নেতা নেই। একথাও তথাগত স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছেন এই টুইটের মাধ্যমে।

আরও পড়ুনঃ “মাথা নত করব না, লড়াই করব”, ৯ঘণ্টা জেরার পর ইডির দপ্তর থেকে বেরিয়ে অভিষেক

২০২১-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল ঘোষ। কিন্তু ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিল তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন রয়েছে। এই উপ নির্বাচনে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে কাকে বেছে নেবে সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here