বাসমালিকদের সঙ্গে ভাড়া বৃদ্ধির ময়দানে এবার ট্যাক্সি সংগঠনও

0
46

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনে ভাড়া বৃদ্ধির দাবিতে এখনো অনড় বাস মালিক সংগঠনগুলি। যদিও এই নিয়ে এখনও সিদ্ধান্ত পারেনি রাজ্য পরিবহণ দফতর। এবার মানুষের সমস্যা বাড়াতে এবং বাসের সঙ্গে যোগ্য সঙ্গত দিতে ময়দানে নামল ট্যাক্সি সংগনগুলি।

Transport | newsfront.co
প্রতীকী চিত্র

বেঙ্গল ট্যাক্সি সংগঠন-সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ট্যাক্সির ন্যূনতম ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা করতে হবে, অর্থাৎ ৭০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতি কিলোমিটারে যে ভাড়া আছে, সেটাও বাড়াতে হবে ১০০ শতাংশ। এখন প্রতি কিলোমিটারের ভাড়া আড়াই টাকা। সেটা বাড়িয়ে ৫ টাকা করার দাবি জানানো হয়েছে। তা না করা হলে ধর্মঘটের পথে যাওয়ার কথাও জানিয়েছেন সংগঠনের কর্তারা।

আরও পড়ুনঃ ডাক্তারি পড়ুয়াদের জন্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সাধারণ মানুষের উপর নির্ভর করে ব্যবসা করলেও লকডাউনের বাজারে ভাড়াবৃদ্ধির দাবি চালিয়ে যাচ্ছে বাসমালিক সংগঠনগুলি। সরকার কোনওরকম বাস ভাড়া বাড়াবার কথা না বললেও এখনই বাসে ইচ্ছামত বেশি ভাড়া নেওয়া হচ্ছে। প্রয়োজনের খাতিরে মানুষ তা দিতেও বাধ্য হচ্ছেন।

আরও পড়ুনঃ রাজ্যে কুপনে মিলবে রেশন পরিযায়ীদের

এবার তাদের দেখাদেখি ময়দানে নেমে পড়ল ট্যাক্সি সংগঠনও। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ বিমল গুহ জানিয়েছেন, যে ভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে এবং করোনার ফলে কার্যত ব্যবসা ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, সেখান থেকে বাঁচাতে হলে ভাড়া বাড়ানো ছাড়া অন্য কোনও পথ নেই। যদিও রাজ্যের তরফ থেকে এখনও কিছু বলা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here