এক তরফা ভাড়া বৃদ্ধির ঘোষণা ইউনিয়নের! ট্যাক্সিতে উঠলেই ৫০টাকা

0
43

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

আর ৩০ টাকা নয়। এবার থেকে ট্যাক্সিতে উঠলেই ভাড়া দিতে হবে ৫০ টাকা। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। অফিস-কাছারি থেকে শুরু করে কর্মসংস্থান সবকিছু বন্ধ থাকায় এই করোনা আবহে মানুষের রোজগারপাতিও তেমন হচ্ছে না। সাধারণ মানুষের কথা ভেবেই বাস-ট্যাক্সির ভাড়া বাড়াতে নারাজ সরকার। ইতিমধ্যে কলকাতার বিভিন্ন অটোরুটে সংশ্লিষ্ট ইউনিয়ন ভাড়া বৃদ্ধি করেছে।

taxi | newsfront.co
ফাইল চিত্র

তাই এবার লকডাউনের মধ্যেই নিজেরাই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে দিল ট্যাক্সি ইউনিয়ন। বুধবার বেঙ্গল ট্যাক্সি সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়, ১ আগস্ট থেকে ট্যাক্সিতে পা দিলেই দিতে হবে ৫০ টাকা। প্রথম ২ কিলোমিটারের জন্য। যা এতদিন ছিল ৩০ টাকা।

পরের প্রতি কিলোমিটার ভাড়া ছিল ১৫ টাকা। সেই ভাড়া ২৫ করা হবে বলে জানানো হয়েছে। ট্যাক্সি মালিকদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই তারা দীর্ঘদিন ধরেই ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। ডিজেলের দাম মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ করোনা রোগীর ওষুধ জোগাড়ের দায়িত্ব চাপানো যাবে না পরিবারের ঘাড়ে! নির্দেশিকা জারি রাজ্যের

সম্ভবত কলকাতায় এই প্রথম কোনও ট্যাক্সি ইউনিয়ন নিজেরাই ভাড়া বাড়ানোর কথা ঘোষণা করল। বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ বলেন, “১ অগাস্ট থেকে প্রথম ধাপে(অর্থাৎ ট্যাক্সিতে উঠলেই) ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের।

তাছাড়া প্রতি কিলোমিটার ১৫ টাকার পরিবর্তে ২৫ টাকা ভাড়া নেওয়া হবে। বাড়বে ওয়েটিংয়ের ভাড়াও। ওয়েটিং ২ টাকা ছিল হবে ৩ টাকা। সরকারকে বিষয়টি জানিয়ে দিয়েছি। অনেকবার চিঠিপত্র দিয়েছি। এখনও কোনও জবাব পাইনি।”

আরও পড়ুনঃ রাজ্যবাসীকে গাইড করতে চালু হচ্ছে রাজ্যের নিজস্ব টেলিমেডিসিন অ্যাপ

অন্যদিকে, যাত্রীদের অভিযোগ, বহু বছর ধরেই শহরে ট্যাক্সি মিটারে চলে না। বলেও কোনও লাভ হয় না। রাত বাড়লে ট্যাক্সিচালকদের বেয়াদপি আরও বেড়ে যায়। যখন মানুষের হাতে এমনিতেই টাকা নেই, এই অবস্থায় ভাড়া বাড়ানোর কোনও মানে হয় না। তাছাড়া ট্যাক্সি মিটারে চললেও অনেকক্ষেত্রেই দেখা যায় তাতেও কারচুপি রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here