অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
গত বছর ফেব্রুয়ারী মাসে শেষবার টুর্নামেন্ট করেছিল রাজ্য চকবল অ্যাসোসিয়েশন। পরিকল্পনা ছিল আরও অনেক কিছু যার মধ্যে অন্যতম ছিল ভারত ও বাংলাদেশ মৈত্রী টুর্নামেন্ট। কিন্তু করোনা মহামারি কেড়ে নিয়েছে সব কিছু, তাই নতুন বছর নিজেদের প্রচেষ্টায় অনেক কষ্টে রাজ্য চকবল কর্তারা উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ কলকাতার প্লেয়ারদের নিয়ে মোট ছয়টি টিম করে লীগ করছেন কর্তারা।
গত ২০ ফেব্রুয়ারি কলকাতার পার্ক সার্কাসে সূচনা হয় এই টুর্নামেন্টের। আগামী এক মাস ধরে চলবে এই টুর্নামেন্ট, কলকাতা ছাড়া উত্তর চব্বিশ পরগনার নৈহাটি ও দক্ষিণ চব্বিশ পরগনার বহরুতে হবে ম্যাচ। ফাইনাল মার্চ মাসের শেষে পার্ক সার্কাসেই হবে।
এদিন রাজ্য চকবলের সচিব হিমাংশু ঘোষ দস্তিদার জানান, “করোনার পরে শুধু এই তিন জেলার প্লেয়াররাই অনুশীলন শুরু করেছে তাই তাঁদের দাবি অনুযায়ী স্পনসর ছাড়া নিজেরা অনেক কষ্ট করেই আমরা টুর্নামেন্টটা আয়োজন করছি। মে মাসে সব জেলা থেকে নিয়েই রাজ্য প্রতিযোগিতা করবো।“
আরও পড়ুনঃ গোলাপি বলে হাল ছাড়বে না ইংল্যান্ডঃ স্টোকস
এরপর হিমাংশু বাবু বলেন, ”আমরা অনেক কষ্ট করে চলছি। মুখ্যমন্ত্রী পাঁচ লাখ টাকা করে অ্যাসোসিয়েশন গুলোকে দেয় কিন্তু আমরা বঞ্চিত, যেহেতু আমরা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন পাই নি। অনেক দিন ধরেই দাবি জানাচ্ছি, অনেক অ্যাসোসিয়েশন থেকে আমরা অনেক বেশি কাজ করি। বেঙ্গল অলিম্পিক অনুমোদন দিলে আমরা আরও ভালো ভাবে খেলাটা করতে পারবো আশা রাখি। আর খেলাটার বিশেষত্ব কোনো বডি কন্ট্রাক্ট গেম নয়। চোট লাগবে না. অলিম্পিকে খেলা হয় আর আমরা গোটা ভারতে প্রথম সারিতে আর কি চাই!”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584