মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
২৫ শতাংশ নয়, ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে চা বাগানগুলি। রাজ্য সরকারের কাছ থেকে এহেন অনুমতি পেয়ে খুশি চা-বাগানের শ্রমিকরা। সোমবার ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানে কাজ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে নবান্ন। যার ফলে সেকেন্ড ফ্ল্যাসের চা-পাতা তোলা ও প্রক্রিয়াকরণের কাজে মনোযোগ দিতে পারবে শ্রমিকরা।

চা বাগানের প্রতিটি চা গাছ থেকে বছরে সাধারণত তিন বার চা পাতা তোলা হয়। এদের বলে ফার্স্ট ফ্ল্যাস, সেকেন্ড ফ্ল্যাস ও থার্ড ফ্ল্যাস। এর মধ্যে ফার্স্ট ফ্ল্যাসের চা পাতা সব থেকে মূল্যবান। দামি পাতা চা তৈরি হয় এই ফ্ল্যাস থেকে।
আরও পড়ুনঃ রাজ্যের একাদশের ছাত্র-ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে প্রোমোশনের বিজ্ঞপ্তি জারি
লকডাউনের কারণে কিছুদিন বন্ধ ছিল চা বাগানগুলি। তারপরই ২৫ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেয় কেন্দ্র। তবে সঠিক সময়ে চা পাতা তোলা না হলে ভালো দর পাওয়া যায় না। ফলে লোকসানের মুখে পড়েছিলেন চা বাগানের শ্রমিকরা।
তবে এখন আর ২৫ নয় একেবারে ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে শ্রমিকরা। সেকেন্ড ফ্ল্যাসের মুখে রাজ্য সরকার ৫০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দেওয়ায় হাসি ফুটেছে উত্তরবঙ্গের ৩০০-র বেশি চা বাগানের শ্রমিকের মুখে। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি ট্রেড ইউনিয়নগুলিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584