নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা ৬৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুললো চোপড়ার অর্জুন চা বাগান। জানা গিয়েছে, শ্রমিক এবং মালিক পক্ষের ঝামেলার কারণে বন্ধ ছিল ওই চা বাগান।
বুধবার চোপড়া ব্লকের ফটিক চন্দ্র টি ফ্যাক্টরিতে ওই বন্ধ চা বাগানের শ্রমিক মালিক পক্ষ ও ইউনিয়নের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। বৈঠকে কথা অনুযায়ী বৃহস্পতিবার থেকে চা বাগান খুলে গিয়েছে।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে সংবর্ধনা সাফাই কর্মীদের
চা বাগান খোলায় খুশি ওই চা বাগানের শ্রমিক ও মালিক পক্ষ। সামাজিক দূরত্ব রেখে চা বাগানে কাজ হচ্ছে। ওই বাগান শ্রমিকদের প্রত্যেকে খাদ্য সামগ্রী চাল,ডাল, তেল, সয়াবিন ও একটি করে টিফিনের প্যাকেট দেওয়া হয় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। টানা বন্ধের পরে বাগানে কাজ করতে পেরে খুশি চা শ্রমিকরাও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584