নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগানে, চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে সোমবার গেট মিটিং করল টি ডি টি পি ডব্লিউ (TDTPWU )। এদিন চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার দাবি পত্র সংশ্লিষ্ট চা বাগান ম্যানেজারের হাতে তুলেদেন শ্রমিকরা।
দাবি গুলি হল যথাক্রমে , যে সমস্ত শ্রমিক অবসর নিয়েছে তাদের পরিবারের সদস্যকে স্থায়ী কাজ দিতে হবে, চা বাগানের সমস্ত খালি জায়গায় স্টাফ ও সাব স্টাফ নিয়োগ করতে হবে, দীর্ঘদিন ধরে কাজ করতে থাকা অফিস চৌকিদার ও বাগান চৌকিদার দের অবিলম্বে সাব স্টাফ করতে হবে,
যে সমস্ত শ্রমিক দের কোয়ার্টার টালির রয়েছে সেই সমস্ত শ্রমিকদের ভালো মানের টিন বা অ্যাসবেস্টার লাগাতে হবে, যে সমস্ত স্থায়ী কর্মচারী এখনো কোম্পানির কোয়ার্টার পায়নি তার ব্যবস্থা করতে হবে,
চা বাগানের শ্রমিক দের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে, অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে,
আরও পড়ুনঃ ভবানীচক বাসস্ট্যান্ডে পথ অবরোধ স্থানীয়দের
নিয়মমাফিক তাদের মেডিকেল চেকআপ এর ব্যবস্থা করতে হবে , প্রয়োজনে ঔষধ দিতে হবে , এছাড়াও বিভিন্ন সমস্যার দাবি এদিন তুলে ধরা হয়। এদিন গেট মিটিং এ উপস্থিত ছিলেন, চা বাগানের ট্রেড ইউনিয়নের সহ সভাপতি অর্জুন চিক বড়াইক সহ অনেকেই ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584