বকেয়া বেতন,ভুখা পেটে কাজ করতে নারাজ তুরতুরি চা বাগানের শ্রমিকরা

0
126

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Tea garden workers denied to doing their work
অপেক্ষা বেতনের।নিজস্ব চিত্র

বিগত পাঁচ দিন থেকে অচলাবস্থা চলছে আলিপুরদুয়ারের তুরতুরি চা বাগানে।ভুখা পেটে আর কাজ করতে নারাজ সংশ্লিষ্ট বাগানের শ্রমিকরা।

শ্রমিকদের এখন অবধি চারটি বেতন ও স্টাফ দের তিনটি বেতন বকেয়া রয়েছে।গত সোমবার বাগানে শ্রমিকদের বেতন প্রদানের কথা ছিল কিন্ত চা বাগান কর্তৃপক্ষ বেতন প্রদান করেনি ক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার থেকে কাজে যোগদান না করে কর্মবিরতি পথে হাঁটেন শ্রমিকরা।

Tea garden workers denied to doing their work
ক্ষোভ।নিজস্ব চিত্র

গতকাল বাগান কর্তৃপক্ষ একটি নোটিশের মাধ‍্যমে শ্রমিকদের জানিয়েছিল যে, শনিবার বেতনের অগ্ৰিম ১০০০ টাকা প্রদান করা হবে এবং বাকি আগামী ২৯ জুন প্রদান করা হবে।পাশাপাশি শ্রমিকরা যেন কর্মবিরতি বন্ধ করে কাজে যোগদান দেয়।

শ্রমিকরা আজও বাগানে কাজে যোগদান দেয়নি তারা এদিন সকালে ফ‍্যাক্টরি সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে গেট মিটিং করে।

শ্রমিকদের স্পষ্ট বক্তব্য,আর ভুখা পেটে কাজ করতে পারবে না।বাগান কর্তৃপক্ষ সমস্ত বকেয়া প্রদান করুক তারপর শ্রমিকরা কাজে যোগদান দেবে।

শ্রমিকদের অভিযোগ,বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের আর্থিক দূরাবস্থা সুযোগ নিচ্ছে শ্রমিকদের বেতন না দিয়ে শুধু মাত্র ১০০০ টাকা দিয়ে কাজে যোগদান করতে বলছে।

শ্রমিকরা আরও জানান যে, বাগান কর্তৃপক্ষ বাগানের পরিচর্চা করে না,ঠিক মতো শ্রমিকদের প্রাপ্য কোনো সুযোগ সুবিধা প্রদান করেনা। শুধুমাত্র বেতন,আর এই বেতনটুকুও প্রদান করতেও নানাবিধ টালবাহানা করে চলেছে।

আরও পড়ুনঃ শিশু শ্রমিক,পাচার রোধে সচেতনতা শিবির

শ্রমিকরা সাফ জানিয়েছেন, অনেক হয়েছে আর নয়,ভুখা পেটে কাজ করতে পারবোনা আগে সমস্ত বকেয়া পরিশোধ করুক তারপর কাজে যোগ দেব।এই বিষয়ে বাগানের সহকারী ম‍্যানেজার অবিনাশ শাহু জানান,”বাগানে উৎপাদন নেই তাই শ্রমিকদের বেতন দিতে দেরি হচ্ছে।আজ ১০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here