নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কয়েকমাস আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন এবং নির্বাচনের জন্য বাগানে আনাগোনা ছিল রাজনৈতিক বিভিন্ন দলের নেতার দিয়েছে তারা ভুরি ভুরি প্রতিশ্রুতি কিন্ত ভোট শেষ হবার পর থেকেই এখন আর বাগানে দেখা মিলেনা নেতাদের।
প্রায় দশ মাস ধরে বন্ধ আলিপুরদুয়ার জেলার মাদারিহাট- বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান পেটের টানে ভিন দেশে অথবা ভিন রাজ্যের পাড়ি দিয়েছে বহু শ্রমিক । শ্রমিক পুরুষ শূন্যু হয়ে পড়েছে মুজনাই চা বাগান । ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে বন্ধ মুজনাই চা বাগান।
পেটের তাগিদে বহু শ্রমিক ইতিমধ্যে ভিন রাজ্যেু পাড়ি দিয়েছে বিশেষত বাগান এখন বলা চলে পুরুষ শূন্যয । আর যারা বাগানে রয়েছেন তারা বাগান খুলবে এই আশা নিয়ে বাগান ছেড়ে যায়নি তারা কোনোক্রমে আধপেটা খেয়ে দিনযাপন করছে ।সংশ্লিষ্ট বাগানের বহু ছাত্র ইতিমধ্যে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে কাজের সন্ধানে বাইরে পাড়ি দিয়েছে ।
মুজনাই চা বাগানের শ্রমিক সোহানি উরাও জানান,” দু’ বেলা খাবার জুটছে না পূজা নিয়ে কি হবে। শ্রমিকদের একটাই দাবি শীঘ্র খুলুক বাগান।”
জানা গেছে, মুজনাই চা বাগানের ৯৯৯ জন শ্রমিক-কর্মচারী সংখ্যা । ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত বন্ধ ছিল মুজনাই চা বাগান । ফের ২০১১ সালের মে মাসে খোলে বাগানটি । এর পর ফের ২৫ ডিসেম্বর ২০১৮ বন্ধ হয়ে যায় বাগানটি । বাগান কর্তৃপক্ষের দেওয়া নোটিশে অবশ্য শ্রমিকদের অসযোগিতা কারণ হিসাবে দেখানো হয়েছিল।
ওই এলাকার যুবক সমীর দে জানান, ” আমার পেটের দায়ে কেরালা যাচ্ছি । মুজনাই বাগান বন্ধ কোন রোজগার নেই আসে পাশেও কোন রোজগার নেই কি করবো তাই কেরালা তে যাই।” পেটের দায়ে পড়াশুনা ছেড়ে কেরালার পথ বেছে নিয়েছেন এই যুবক ।
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার বলেন, ” জেলায় কয়েকটি চাবাগান বন্ধ। প্রশাসনিক স্তরে বন্ধ চাবাগানগুলো খোলার চেষ্টা করা হচ্ছে। কিভাবে বন্ধ চাবাগানের শ্রমিকদের পাশে থাকা যায় আমরা সেই চেষ্টাও করছি।”
আরও পড়ুনঃ একই স্কুলে দ্বিতীয়বার হাতির হানা, বনদফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
শরতের সাদা কাশফুলে দোলা। এই দোল যে উৎসবের সুর দিয়ে জানান দেয়। শারদীয় দুর্গাপূজার আগমনী গান। ‘উমা’ আসবেন পৃথিবীতে বাবার বাড়িতে। তাই তো প্রকৃতির এ আয়োজন। বাঙালি হিন্দুরা আবেগ, উচ্ছ্বাস আর ধর্মীয় রীতিতে পূজা করেন তাদের এই প্রাণের দেবীকে। তাই শারদীয় দুর্গোৎসবে মেতেছে বাঙালি হিন্দুরা। উৎসবের এই আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তবে সেই আলো পড়বে কি মুজনাই চা-বাগানের শ্রমিক মহল্লায় প্রশ্ন টা থেকেই যায় ! বন্ধ বাগান শীঘ্রই খুলবে, এই আশায় পথ চেয়ে মুজনাই চা বাগানের শ্রমিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584