নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বর্ষার শুরুতেই ইসলামপুরের ঘরবাড়ি, আবাদি জমি ও চা বাগান ভাঙনের কবলে পড়েছে। চোপড়া ও ইসলামপুরের বিস্তীর্ণ এলাকায় চা বাগান নদী ভাঙনের কবলে পড়েছে। নদী ভাঙনের জেরে চোপড়ার একাধিক বড়ো ও ক্ষুদ্র চা বাগানের ক্ষতি হয়েছে বলে দাবি চা চাষিদের।

তরাই ইন্ডিয়ান প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন (টিপা)-এর গর্ভনিং বডির সদস্য প্রবীর শীল জানিয়েছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে নদীর জলস্তর অনেক বেড়েছে। ফলে নদী তীরবর্তী এলাকায় অবস্থিত ৭ টি চা বাগান ভাঙনের কবলে পড়েছে।
আরও পড়ুনঃ বর্ষণে মুখর উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস
এভাবে চলতে থাকলে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর স্মল টি গ্রোয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশীষ পাল জানান, ক্ষুদ্র চা চাষিদের অনেকেরই বাগান নদীর কাছাকাছি রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় করতোয়া, নাগর, দলঞ্চা নদীতে জল বেড়ে যাওয়ায় অনেকের বাগানে ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি।
তবে মোট ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। জেলা সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু নদীর পাড় ভাঙার খবর এসেছে। এখন সেচ দফতর নদী বাঁধগুলি রক্ষণাবেক্ষণের ওপর জোর দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584