নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বুধবার শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি নিয়ে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের ধুমচিপাড়া চা বাগানে বিক্ষোভ প্রদর্শন করল বাম শ্রমিক সংগঠন।এদিন সংশ্লিষ্ট বাগানের সিপিএম এবং আরএসপির প্রায় শতাধিক শ্রমিক যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশে সামিল হন।
তবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজেদের স্বার্থে বিজেপি সমর্থক শ্রমিকরাও এদিনের বিক্ষোভ সমাবেশে সামিল হন। শ্রমিক সংগঠনের দাবি অবসর প্রাপ্ত শ্রমিক পরিবারকে বিঘা কাজে নিযুক্ত করতে হবে তার সাথে পিএফ এবং পেনশনের দাবিও করা হয় ৷
এদিন শ্রমিকদের দাবি গুলি তুলে ধরে বক্তব্য রাখেন সিটুর রাজ্য নেতা রবীন রাই, ডুয়ার্স চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান সহ অনান্য নেতৃবৃন্দ। গোপাল প্রধান বলেন,”সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষ অস্থায়ী (বিঘা) শ্রমিকদের দিয়ে পাতি তোলার কাজ করানোর চেষ্টা করছে।
আরও পড়ুনঃ গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে বিজেপির সাংসদ
আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের দাবী ১.১.৬৯ সালের চুক্তি অনুযায়ী প্রথমে অবসর প্রাপ্ত এবং মৃত শ্রমিক পরিবারের সদস্যদের কাজের সুযোগ করে দিয়ে পরে অস্থায়ী শ্রমিকদের কথা ভাবতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584