নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বিটিডব্লিউইউ -এর উদ্যোগে গেট মিটিং করা হল। এদিন চা বাগানের শ্রমিকদের বিভিন্ন সমস্যার দাবি পত্র দলগাঁও চা বাগান ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়।
সমস্যা গুলি হল যথাক্রমে , সিমি কোয়ার্টার প্রত্যেক বছর ৪০ জনকে দিতে হবে, নতুন কোয়ার্টার দ্রুত বানাতে হবে, দলগাঁও চা বাগানের অন্তর্গত দলমুনি ডিভিশনে একটি স্কুল বাস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, লোরমেন্ট ওয়ার্কারকে পার্মানেন্ট করতে হবে, বাগানের প্র্যত্যেক লাইনে জল এবং পাইপ লাইনের ব্যবস্থা করতে দিতে হবে, স্টাফ সাব স্টাফ এবং নার্স এর ভ্যাকান্সি পূরণ করতে হবে এছাড়াও আরও অন্যান্য সমস্যার দাবি পত্র তুলে দেওয়া হয় ।
আরও পড়ুনঃ করোনা আবহে পুজোর আগে দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা
এদিনের গেট মিটিং-এ উপস্থিত ছিলেন, বিজেপির ১৩ নং মন্ডল সভাপতি অঘোরনাথ রায়, সহ সভাপতি দূর্গা উরাও, বিটিডব্লিউইউ দলগাঁও সংগঠনের সভাপতি মহানন্দ লাকরা ও সম্পাদক রোহিত নাগ প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584