প্রতিবাদীকে শিক্ষা দিতে বাড়িতে বোমা

0
67

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

গানের অনুষ্ঠান চলাকালীন কিছু দুষ্কৃতী বাধা দিলে এক ব্যক্তি প্রতিবাদ করায় অভিযুক্তরা প্রতিবাদী ব্যক্তির বাড়িতে বোমা মারে বলে অভিযোগ। ঘটনা রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রামপঞ্চায়েতের টেনহরি গ্রামে।দুটি বাড়িতে দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ।ঘটনার বিবরণ জানিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনার তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ।

Teach Protesting person
নিজস্ব চিত্র

জানা গিয়েছে,গতকাল রাতে রায়গঞ্জ থানার নূরিপুরে গানের অনুষ্ঠান চলছিল।সেই সময় কয়েকজন দুষ্কৃতী গানের আসর বন্ধ করতে আসেন।দুষ্কৃতিকারীদের বাধা দেয় মহঃ সরিফুল নামে এক ব্যাক্তি।দুষ্কৃতীরা সেই সময় মহঃ সরিফুলকে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ।মারামারি পর সরিফুল বাড়িতে ফিরে আসে।রাতেই দুষ্কৃতীদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ করে সরিফুল।অধিক রাতে দুই দুষ্কৃতীরা মোটরবাইক নিয়ে এসে তার বাড়ি লক্ষ্য করে পর পর দুটি বোমা মারে।আতঙ্ক ছড়াতে প্রতিবেশী মহঃ রকবুলের বাড়িতে আরো দুটি বোমা মারে। বোমা ফাটার শব্দে কেঁপে ওঠে এলাকা।ভয়ে রাতে কেউ ঘর থেকে বের হয়নি।আজ সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: স্ত্রীর অধিকারের দাবীতে অবসরপ্রাপ্ত পুলিশের বাড়িতে ধর্ণা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here